WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্ত্রীগ্যামেটোফাইটের প্রথম হ্যাপ্লয়েড কোশ হল—
(a) মাইক্রোম্পাের মাতৃকোশ
(b) মেগাস্পোর মাতৃকোশ
(c) সক্রিয় মেগাস্পাের
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
স্বনিষেকের জন্য নিম্নলিখিত কোন্ প্রকৃতির ফুল হওয়া প্রয়ােজন ?
(a) উভলিঙ্গ
(b) একলিঙ্গ
(c) অযৌন
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
দ্বিনিষেকের ফলে কী উৎপন্ন হয় ?
(a) ট্রিপ্লয়েড নিউক্লিয়াস
(b) টেট্রাপ্লয়েড নিউক্লিয়াস
(c) ডিপ্লয়েড নিউক্লিয়াস
(d) হ্যাপ্লয়েড নিউক্লিয়াস
উত্তর: B
প্রশ্ন:৪
ইউবিস বডিজ লক্ষ করা যায়—
(a) ট্যাপেটামে
(b) ডিম্বকে
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
Gloriosa superba প্রদর্শন করে—
(a) হার্কোগ্যামি
(b) ক্লিস্টোগ্যামি
(c) হেটারােস্টাইলি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি ডিপ্লয়েড—
(a) ডিম্ব
(b) মেগাস্পোর মাতৃকোশ (MMC)
(c) পরাগরেণু
(d) মেগাস্পোর
উত্তর: B
প্রশ্ন:৭
ইতর পরাগযােগ হল—
(a) অটোগ্যামি
(b) চ্যাসমােগ্যামি
(c) ক্লিস্টোগ্যামি
(d) অ্যালোগ্যামি
উত্তর: D
প্রশ্ন:৮
ফুলের ডিম্বাশয় কী প্রকৃতির ?
(a) হ্যাপ্লয়েড
(b) ট্রিপ্লয়েড
(c) ডিপ্লয়েড
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
পরাগরেণু কী থেকে উৎপন্ন হয় ?
(a) পুংধানী
(b) পুংদণ্ড
(c) পরাগস্থলী
(d) গর্ভমুণ্ড
উত্তর: C
প্রশ্ন:১০
জেনিয়া এবং মেটাজেনিয়া হল—
(a) শুধুমাত্র শস্য
(b) পরাগ ও শস্য
(c) জাইলেম ও ফ্লোয়েম
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment