পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখাে।
উত্তর: নিকটেটেটিং পর্দা।
প্রশ্ন:২
মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত দুটি যৌগের নাম করাে।
উত্তর: গ্লাইকোলিক অ্যাসিড, সেরিসিন।
প্রশ্ন:৩
দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখাে।
উত্তর: কানের পেশি, অ্যাপেনডিক্স।
প্রশ্ন:৪
বাঁচার জন্য সংগ্রাম কত প্রকারের ও কী কী ?
উত্তর: তিন প্রকারের। অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশীয় সংগ্রাম।
প্রশ্ন:৫
ওপারিন ও হ্যালডেনের মতবাদকে কী বলা হয় ?
উত্তর: রাসায়নিক বিবর্তনবাদ।
প্রশ্ন:৬
ডারউইনের রচিত পুস্তকের নাম কী ?
উত্তর: On the Origin of Species by means of Natural Selection.
প্রশ্ন:৭
কোন্ কোশের মৃত্যু হয় না ?
উত্তর: জাৰ্ম কোশ।
প্রশ্ন:৮
‘যােগ্যতমের উদবর্তন’—কথাটি কে বলেছিলেন ?
উত্তর: চার্লস ডারউইন।
প্রশ্ন:৯
ভেনাস হৃৎপিণ্ড কী ?
উত্তর: একচক্রী হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে।
প্রশ্ন:১০
ডাইনোসর কোন্ যুগে ছিল ?
উত্তর: মেসোজোয়িক।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment