নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
টেস্টটিউব বেবি সংক্রান্ত সঠিক তথ্যটি হল—
(a) স্ত্রীলােকের যােনিপথের মধ্যে নিষেক এবং টেস্টটিউবের মধ্যে বৃদ্ধি
(b) ইনকিউবেটরে অকালপরিণত বেবির লালনপালন
(c) নিষেক ক্রিয়া মাতৃজঠরের বহির্দেশে এবং পূর্ণকাল মাতৃজঠরের ভিতরে
(d) নিষেক ক্রিয়া এবং পরিণতি উভয়ই স্ত্রীলােকের যােনিপথের বহির্দেশে সম্পন্ন হয়
উত্তর: C
প্রশ্ন:২
গর্ভনিরােধক বড়ি যেভাবে জন্মনিয়ন্ত্রণে সাহায্য করে তা হল—
(a) ডিম্বাণুকে বিনষ্ট করে
(b) ডিম্ব নিঃসরণ প্রতিহত করে
(c) শুক্রাণুকে বিনষ্ট করে
(d) শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে ব্যবধান সৃষ্টি করে
প্রশ্ন:৩
টিউবেকটোমির উদ্দেশ্য হল—
(a) যৌন সংসর্গ বা রতিক্রিয়া
(b) ডিম্ব উৎপাদন
(c) নিষেক
(d) ভ্রূণের পরিণতি লাভ
উত্তর: C
প্রশ্ন:৪
কপার-T বা লুপ প্রতিরােধ করে—
(a) ডিম্ব নিঃসরণ
(b) নিষেক
(c) জাইগােটের গঠন
(d) ক্লিভেজ
উত্তর: B
প্রশ্ন:৫
এযাবৎকালীন বিশ্বে জনসংখ্যার দ্রুততর বৃদ্ধির কারণ হল—
(a) মৃত্যুহারের হ্রাসপ্রাপ্তি
(b) বর্ধিত জন্মহার
(c) বিশ্ব পরিবেশের উষ্মাবস্থা
(d) উচ্চমানের জীবনযাপন
উত্তর: A
প্রশ্ন:৬
গর্ভনিরােধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান হল—
(a) থাইরক্সিন
(b) LH
(c) প্রােজেস্টেরন
(d) GH
উত্তর: C
প্রশ্ন:৭
বিশ্বে জনস্ফীতির কারণ হল—
(a) উন্নততর স্বাস্থ্য সচেতনতা
(b) কৃষিজাত দ্রব্যের বর্ধিত উৎপাদন
(c) অধিক চাকুরির সুবিধা
(d) কম সংখ্যক যুদ্ধ
উত্তর: A
প্রশ্ন:৮
গর্ভনিরােধক বড়িতে প্রােজেস্টেরন থাকে কারণ—
(a) ডিম্বনিঃসরণে বাধা দান করে
(b) নিষেক প্রতিরােধ করে
(c) জাইগােটের রােপণ প্রতিহত করে
(d) ক্লিভেজ প্রতিরােধ করে
উত্তর: A
প্রশ্ন:৯
অ্যামনিওসেনটেসিস মূলত যে রােগ নির্ণয়ে ব্যবহৃত হয় তা হল—
(a) হার্টের রােগ
(b) মস্তিষ্কের রােগ
(c) ভ্রূণের বংশানুক্রমিক রােগ
(d) ওপরের সবকটিই
উত্তর: C
প্রশ্ন:১০
যে পদ্ধতিতে পিতামাতার ত্রুটি নির্ণয়ের জন্য ভ্রূণের চারপাশের তরল পদার্থ ব্যবহার করা হয় তা হল—
(a) এন্ডােস্কোপি
(b) অ্যামনিওসেনটেসিস
(c) ল্যাপারোস্কোপি
(d) ন্যাটাল এন্ডােস্কোপি
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment