দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
মিউটেশন মারণকারী হলে তাকে বলে—
(a) প্রভাবিত মিউটেশন
(b) নিরপেক্ষ মিউটেশন
(c) লিথাল মিউটেশন
(d) ক্ষতিকারক মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
মানুষের দেহকোশে মােট ক্রোমােজোম সংখ্যা—
(a) 43
(b) 46
(c) 47
(d) 23
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
মানুষের 21 নং ক্রোমােজোমের ট্রাইসােমির জন্য দেখা যায়—
(a) এডওয়ার্ড সিন্ডােম
(b) ডাউন সিন্ড্রোম
(c) পাতাউ সিন্ডােম
(d) ক্লাইনফেল্টার সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
Homo erectus-এর আবির্ভাবকাল—
(a) প্লিস্টোসিন যুগে
(b) প্লায়ােসিন যুগে
(c) মায়ােসিন যুগে
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৫
পিকিং মানুষ কী নামে পরিচিত ?
(a) সাইন্যানথ্রোপাস
(b) হােমাে স্যাপিয়েন্স
(c) পিথেক্যানথ্রোপাস
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
দ্বৈত মনােসােমির ক্ষেত্রে বলা হয়—
(a) 2n–2
(b) 2n–1–1
(c) 2n+2
(d) 2n+1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
চামড়ার রং ধবধবে সাদা হয় কোনটির ক্ষেত্রে ?
(a) হিমােফিলিয়া
(b) ফিনাইল কিটোনিউরিয়া
(c) অ্যালবিনিজম
(d) জেরােডার্মা পিগমেন্টোসাম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
চুলের রং একটি—
(a) মেরিস্টিক চরিত্র
(b) সাবস্ট্যানটিভ চরিত্র
(c) সােমাটোজেনিক চরিত্র
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের—
(a) একই দিকে কাজ করে
(b) বিপরীত কাজ করে
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
নালিসেমি অবস্থা হল —
(a) 2n–2
(b) 2n+1
(c) 2n–1
(d) 2n–1–1
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment