ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
মিউটেশন মারণকারী হলে তাকে বলে—
(a) প্রভাবিত মিউটেশন
(b) নিরপেক্ষ মিউটেশন
(c) লিথাল মিউটেশন
(d) ক্ষতিকারক মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
মানুষের দেহকোশে মােট ক্রোমােজোম সংখ্যা—
(a) 43
(b) 46
(c) 47
(d) 23
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
মানুষের 21 নং ক্রোমােজোমের ট্রাইসােমির জন্য দেখা যায়—
(a) এডওয়ার্ড সিন্ডােম
(b) ডাউন সিন্ড্রোম
(c) পাতাউ সিন্ডােম
(d) ক্লাইনফেল্টার সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
Homo erectus-এর আবির্ভাবকাল—
(a) প্লিস্টোসিন যুগে
(b) প্লায়ােসিন যুগে
(c) মায়ােসিন যুগে
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৫
পিকিং মানুষ কী নামে পরিচিত ?
(a) সাইন্যানথ্রোপাস
(b) হােমাে স্যাপিয়েন্স
(c) পিথেক্যানথ্রোপাস
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
দ্বৈত মনােসােমির ক্ষেত্রে বলা হয়—
(a) 2n–2
(b) 2n–1–1
(c) 2n+2
(d) 2n+1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
চামড়ার রং ধবধবে সাদা হয় কোনটির ক্ষেত্রে ?
(a) হিমােফিলিয়া
(b) ফিনাইল কিটোনিউরিয়া
(c) অ্যালবিনিজম
(d) জেরােডার্মা পিগমেন্টোসাম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
চুলের রং একটি—
(a) মেরিস্টিক চরিত্র
(b) সাবস্ট্যানটিভ চরিত্র
(c) সােমাটোজেনিক চরিত্র
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের—
(a) একই দিকে কাজ করে
(b) বিপরীত কাজ করে
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
নালিসেমি অবস্থা হল —
(a) 2n–2
(b) 2n+1
(c) 2n–1
(d) 2n–1–1
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment