রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
মিউটেশন মারণকারী হলে তাকে বলে—
(a) প্রভাবিত মিউটেশন
(b) নিরপেক্ষ মিউটেশন
(c) লিথাল মিউটেশন
(d) ক্ষতিকারক মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
মানুষের দেহকোশে মােট ক্রোমােজোম সংখ্যা—
(a) 43
(b) 46
(c) 47
(d) 23
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
মানুষের 21 নং ক্রোমােজোমের ট্রাইসােমির জন্য দেখা যায়—
(a) এডওয়ার্ড সিন্ডােম
(b) ডাউন সিন্ড্রোম
(c) পাতাউ সিন্ডােম
(d) ক্লাইনফেল্টার সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
Homo erectus-এর আবির্ভাবকাল—
(a) প্লিস্টোসিন যুগে
(b) প্লায়ােসিন যুগে
(c) মায়ােসিন যুগে
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৫
পিকিং মানুষ কী নামে পরিচিত ?
(a) সাইন্যানথ্রোপাস
(b) হােমাে স্যাপিয়েন্স
(c) পিথেক্যানথ্রোপাস
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
দ্বৈত মনােসােমির ক্ষেত্রে বলা হয়—
(a) 2n–2
(b) 2n–1–1
(c) 2n+2
(d) 2n+1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
চামড়ার রং ধবধবে সাদা হয় কোনটির ক্ষেত্রে ?
(a) হিমােফিলিয়া
(b) ফিনাইল কিটোনিউরিয়া
(c) অ্যালবিনিজম
(d) জেরােডার্মা পিগমেন্টোসাম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
চুলের রং একটি—
(a) মেরিস্টিক চরিত্র
(b) সাবস্ট্যানটিভ চরিত্র
(c) সােমাটোজেনিক চরিত্র
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের—
(a) একই দিকে কাজ করে
(b) বিপরীত কাজ করে
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
নালিসেমি অবস্থা হল —
(a) 2n–2
(b) 2n+1
(c) 2n–1
(d) 2n–1–1
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment