নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন
☆প্রশ্ন ১
[Bank P.O. 2008]
25% of 35% of 3/7th of 1680?
(a) 21
(b) 39
(c) 189
(d) 63
(e) None of these
Ans: d
☆প্রশ্ন ২
[Bank P.O. 2008]
3.2% of 500 ×2.4% of ?=288
(a) 650
(b) 700
(c) 600
(d)750
(e) None of these
Ans: d
☆প্রশ্ন ৩
[Bank P.O. 2008]
25.6% of 250 + √(?)=119
(a) 4225
(b) 3025
(c) 2025
(d) 5625
Ans: b
☆প্রশ্ন ৪
[Bank P.O. 2008]
?% of 225 + 22% of 555 = 203.1
(a) 23
(b) 44
(c) 36
(d) 58
Ans: c
☆প্রশ্ন ৫
[L.I.C 2008]
15% of 180 + ?% of 250 =11% of 700
(a) 25
(b) 20
(c) 18
(d) 16
Ans: b
☆প্রশ্ন ৬
[L.I.C. 2005]
80% of 50% of 250% of 34 = ?
(a) 38
(b) 40
(c) 42.5
(d) 43
(e) None of these
Ans: e
☆প্রশ্ন ৭
[Bank P.O. 2006]
23% of 8040 + 42% of 545 = ?% of 3000
(a) 56.17
(b) 63.54
(c) 69.27
(d) 71.04
Ans: c
☆প্রশ্ন ৮
[Bank P.O. 2006]
(180% of ?)/2 = 504
(a) 400
(b) 480
(c) 560
(d) 600
Ans: c
☆প্রশ্ন ৯
[Bank P.O. 2006]
(31% of 260)× ? =12896
(a) 140
(b) 150
(c) 160
(d) 180
Ans: c
☆প্রশ্ন ১০
[Bank P.O. 2007]
150% of 15 + 75% of 75 = ?
(a) 75.75
(b) 78.75
(c) 135
(d) 281.25
Ans: b
☆প্রশ্ন ১১
[Bank P.O. 2006]
(0.5% of 640) ×(1.3% of 350)=?
(a) 12.56
(b) 13.44
(c) 14.44
(d) 14.56
Ans: d
☆প্রশ্ন ১২
[Bank P.O. 2006]
?% of 400 = 60
(a) 6
(b) 12
(c) 15
(d) 20
Ans: c
☆প্রশ্ন ১৩
[Bank P.O. 2005]
53% of 120 + 25% of 862 = ?% of 500
(a) 42. 50
(b) 55.82
(c) 38.89
(d) 63.68
Ans: b
☆প্রশ্ন ১৪
[Bank P.O. 2008]
5/6 of a number is 720. What is 45% of the number?
(a) 346.6
(b) 388.8
(c) 392.2
(d) 344.4
Ans: b
☆প্রশ্ন ১৫
[Bank P.O. 2008]
3/4 th of 2/9th of 1/5th of a number is 249.6 .What is 50% of the number?
(a) 3794
(b) 3749
(c) 3734
(d) 3739
(e) None of these
Ans: e
☆প্রশ্ন ১৬
[S.S.C. 2008]
If 2/3 of of A = 75% of B = 0.6 of C, then A : B : C = ?
(a) 2:3:3
(b) 3:4:5
(c) 4:5:6
(d) 9:8:10
Ans: d
☆প্রশ্ন ১৭
[Railways 2008]
2/45 = ?%
(a) 31/9
(b) 40/9
(c) 4
(d) 9
Ans: b
☆প্রশ্ন ১৮
[Railways 2006]
How is 3/4 expressed as percentage?
(a) 0.75%
(b)7.5%
(c) 60%
(d) 75%
Ans: d
☆প্রশ্ন ১৯
[Railways 2006]
How is 1/2 % expressed as a decimal fraction?
(a) 0.0005
(b) 0.005
(c) 0.05
(d) 0.5
Ans: b
☆প্রশ্ন ২০
[M.B.A. 2007]
X% of x is the same as 10% of ?
(a) x/10
(b) x^2/10
(c) x^3/10
(d) None of these
Ans: b
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment