ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
কোনটি রাইবােজোমে জেনেটিক বার্তা বহন করে ?
(a) hn RNA
(b) m-RNA
(c) r-RNA
(d) t-RNA
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
নিউক্লিওসাইড হল—
(a) নাইট্রোজেন বেস+সুগার+ফসফেট
(b) নাইট্রোজেন বেস+সুগার
(c) ফসফেট+সুগার
(d) নাইট্রোজেন+ফসফেট
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
একটি ননসেন্স বা টারমিনেশন কোডন বলে—
(a) CCC
(b) UAG/UAA
(c) GCG
(d) UUU
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
t-RNA- র ত্রিমাত্রিক আকার হয়—
(a) Y আকৃতির
(b) X আকৃতির
(c) L আকৃতির
(d) ক্লোভার লিফ-এর মতাে
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
DNA-তে নাইট্রোজেন বেস কোনটিতে দেখা যায় না ?
(a) অ্যাডেনিন
(b) ইউরাসিল
(c) গুয়ানিন
(d) সাইটোসিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
কোন্ কোডনটি UAG এবং UAA-এর ক্রিয়াগত সম্পর্কিত ?
(a) AUG
(b) UUU
(c) UGA
(d) GUG
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পরীক্ষাটি প্রথম করেন—
(a) মেসেলসন এবং স্টাল
(b) পাস্তুর
(c) গ্রিফিথ
(d) ম্যাকলােড
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
কোন্ কোডটি একটি অ্যামাইনাে অ্যাসিডের জন্য ?
(a) কোডন
(b) ইনট্রন
(c) এক্সন
(d) সিস্ট্রন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
DNA-এর পিউরিন হল—
(a) অ্যাডেনিন ও থাইমিন
(b) থাইমিন ও গুয়ানিন
(c) অ্যাডেনিন ও গুয়ানিন
(d) অ্যাডেনিন ও সাইটোসিন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
কোন্ পদ্ধতিতে প্রােটিন সিন্থেসিস হয় ?
(a) ট্রান্সলােকেশন
(b) ট্রান্সডাকশন
(c) ট্রানস্লেশন
(d) ট্রান্সক্রিপশন
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment