🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
কোনটি রাইবােজোমে জেনেটিক বার্তা বহন করে ?
(a) hn RNA
(b) m-RNA
(c) r-RNA
(d) t-RNA
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
নিউক্লিওসাইড হল—
(a) নাইট্রোজেন বেস+সুগার+ফসফেট
(b) নাইট্রোজেন বেস+সুগার
(c) ফসফেট+সুগার
(d) নাইট্রোজেন+ফসফেট
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
একটি ননসেন্স বা টারমিনেশন কোডন বলে—
(a) CCC
(b) UAG/UAA
(c) GCG
(d) UUU
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
t-RNA- র ত্রিমাত্রিক আকার হয়—
(a) Y আকৃতির
(b) X আকৃতির
(c) L আকৃতির
(d) ক্লোভার লিফ-এর মতাে
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
DNA-তে নাইট্রোজেন বেস কোনটিতে দেখা যায় না ?
(a) অ্যাডেনিন
(b) ইউরাসিল
(c) গুয়ানিন
(d) সাইটোসিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
কোন্ কোডনটি UAG এবং UAA-এর ক্রিয়াগত সম্পর্কিত ?
(a) AUG
(b) UUU
(c) UGA
(d) GUG
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পরীক্ষাটি প্রথম করেন—
(a) মেসেলসন এবং স্টাল
(b) পাস্তুর
(c) গ্রিফিথ
(d) ম্যাকলােড
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
কোন্ কোডটি একটি অ্যামাইনাে অ্যাসিডের জন্য ?
(a) কোডন
(b) ইনট্রন
(c) এক্সন
(d) সিস্ট্রন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
DNA-এর পিউরিন হল—
(a) অ্যাডেনিন ও থাইমিন
(b) থাইমিন ও গুয়ানিন
(c) অ্যাডেনিন ও গুয়ানিন
(d) অ্যাডেনিন ও সাইটোসিন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
কোন্ পদ্ধতিতে প্রােটিন সিন্থেসিস হয় ?
(a) ট্রান্সলােকেশন
(b) ট্রান্সডাকশন
(c) ট্রানস্লেশন
(d) ট্রান্সক্রিপশন
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment