দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
একসংকর পরীক্ষায় দুটি সংকর গিনিপিগের সংকরায়ণ ঘটালে F2 জনুতে ফিনােটাইপের অনুপাত হবে—
(a) 3:1
(b) 1:1
(c) 9:3:3:1
(d) 27:9:9:3:3:3:1
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
ডাউন সিন্ড্রোমের ক্রোমােজোমে সংখ্যা হল—
(a) 23
(b) 47
(c) 45
(d) 46
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
একটি টেস্ট ক্রসে 1:1 অনুপাত বলতে বােঝায়—
(a) অ্যালিলগুলি স্বাধীনভাবে পৃথক হয়েছে
(b) প্রকট ফিনােটাইপের জনিতৃ জীব হেটেরােজাইগাস
(c) অ্যালিলগুলি সহপ্রকট
(d) অ্যালিলগুলি প্রকট
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
জিনের গাঠনিক ও কার্যকরী স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে বলে—
(a) প্রকরণ
(b) লিংকেজ
(c) অ্যালিলােমর্ফ
(d) মিউটেশন
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
নীচের কোন্ রােগটি লিঙ্গ সংযােজিত ?
(a) ম্যালিগন্যান্সি
(b) লিউকেমিয়া
(c) হেপাটাইটিস
(d) বর্ণান্ধ
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
লিঙ্গ সংযােজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম হল—
(a) ক্রিস-ক্রস উত্তরাধিকার ঘটে
(b) ক্রিস-ক্রস উত্তরাধিকার হয় না
(c) X-ক্রোমােজোমে অবস্থান
(d) Y-ক্রোমােজোমে অবস্থান
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
কোন্ বস্তু পলিপ্লয়ডি আবিষ্ট করে ?
(a) ইথিলিন
(b) অ্যাক্রিডিন
(c) কলচিসিন
(d) ম্যালিক হাইড্রাজাইড
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
যে জিনগুলি X-ক্রোমােজামে থাকে—
(a) লিঙ্গ নিয়ন্ত্রিত জিন
(b) লিঙ্গ প্রভাবিত জিন
(c) লিঙ্গ সংযােজিত জিন
(d) মাতৃ জিন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
পিতামাতার চেয়ে সংকর জাতের উৎকৃষ্টতাকে বলে—
(a) প্রকটতা
(b) প্রচ্ছন্নতা
(c) হেটেরােসিস
(d) লিথালিটি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
লিংকড জিনগুলি পৃথক হওয়ার কারণ হল—
(a) মিউটেশন
(b) রিকম্বিনেশন
(c) ক্রসিং ওভার
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment