বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
নিখিল যদি বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা হল—
(a) 50%
(b) 100%
(c) 0%
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
একটি X-লিংকড প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল—
(a) হান্টারের সিন্ড্রোম
(b) লিশম্যানের সিন্ড্রোম
(c) সিকল সেল অ্যানিমিয়া
(d) বর্ণান্ধ
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
হেটেরােসিস কথাটি কোন্ ক্ষেত্রে প্রযােজ্য ?
(a) স্থানীয় অধিক বৃদ্ধি
(b) স্পাের গঠন
(c) উদ্ভিদের অঙ্গ গঠন
(d) সংকর জীবের জীবনীশক্তি বৃদ্ধি
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
মটর গাছের লিংকেজ গ্রুপের সংখ্যা হল—
(a) 8
(b) 7
(c) 4
(d) 2
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
A ও B জিন দুটির মধ্যে স্বাধীনবিন্যাস না হওয়ার কারণ হল—
(a) লিংকেজ
(b) রিপালসন
(c) কসিংওভার
(d) রিকম্বিনেশন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
একজন হিমােফিলিক পুরুষ একজন হােমােজাইগাস স্বাভাবিক মহিলার সঙ্গে বিয়ে হলে, তাদের সন্তানদের হিমােফিলিয়া হওয়ার সম্ভাবনা হবে—
(a) 75%
(b) 25%
(c) 50%
(d) 0%
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
Y ক্রোমোেজামে অবস্থিত জিনগুলি কার মাধ্যমে উত্তরাধিকার হয় ?
(a) সব পুত্র
(b) সব কন্যা
(c) 50% পুত্র ও 50% কন্যা
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৮
সিকল সেল অ্যানিমিয়ার কারণ হল—
(a) নির্বাক মিউটেশন
(b) পয়েন্ট মিউটেশন
(c) ক্রোমােজোমের মিউটেশন
(d) ফ্রেম শিফট্ মিউটেশন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কোনটি X-ক্রোমােজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন নয় ?
(a) হিমােফিলিয়া
(b) বর্ণান্ধতা
(c) β-থ্যালাসেমিয়া
(d) G6PD-র অভাব
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
কোশ/জীব যাতে মিউটেটেড জিন থাকে, তাকে বলে—
(a) মিউট্যান্ট
(b) মিউটন
(c) রেকন
(d) সিস্ট্রন
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment