বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনটি ডিম্বাণু নিঃসরণ (ওভিউলেশন) ঘটায় ?
(a) ADH
(b) FSH
(c) থাইরক্সিন
(d) LH
উত্তর: D
প্রশ্ন:২
দেহের কোন্ অংশ থেকে প্রােজেস্টেরন ক্ষরিত হয় ?
(a) করপাস লিউটিয়াম থেকে
(b) করপাস ক্যালােসাম থেকে
(c) পিনিয়াল বডি থেকে
(d) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে
উত্তর: A
প্রশ্ন:৩
ডিম্বাশয়ের যে অংশ থেকে ইসট্রোজেন ক্ষরিত হয় সেটি হল—
(a) করপাস লিউটিয়াম
(b) গ্রাফিয়ান ফলিকলের মেমব্রেনাস গ্র্যানুলােসা
(c) ডিম্বাশয়ের প্রজনন কলাস্তর
(d) পিটুইটারি
উত্তর: B
প্রশ্ন:৪
ডিম্বাশয় থেকে নিঃসৃত মূল হরমােন দুটির প্রকৃতি হল—
(a) প্রােটিন জাতীয়
(b) স্টেরয়েড
(c) অ্যামাইন
(d) পরিবর্তিত অ্যামাইনাে অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:৫
ডিম্বাণু নিঃসরণের পর হরমােন নিঃসরণকারী যে অংশটি ডিম্বাশয়ে তৈরি হয় সেটি হল—
(a) করপাস অ্যালবিকানস
(b) করপাস স্পঞ্জিওসাম
(c) করপাস ক্যালােসাম
(d) করপাস লিউটিয়াম
উত্তর: D
প্রশ্ন:৬
গ্রাফিয়ান ফলিকল থাকে—
(a) করপাস লিউটিয়ামে
(b) করপাস অ্যালবিকামে
(c) থিকা এক্সটারনা এবং থিকা ইন্টারনায়
(d) আদি ডিম্বাণু কোশে
উত্তর: C
প্রশ্ন:৭
হরমােন রিলাক্সিন উৎপন্ন হয়—
(a) অগ্র পিটুইটারিতে
(b) পশ্চাৎ পিটুইটারিতে
(c) মধ্য পিটুইটারিতে
(d) ডিম্বাশয়ে
উত্তর: D
প্রশ্ন:৮
গর্ভনিরােধক বড়ির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানটি হল—
(a) থাইরক্সিন
(b) প্রােজেস্টেরন
(c) বৃদ্ধিপােষক হরমােন
(d) লিউটিনাইজিং হরমােন
উত্তর: B
প্রশ্ন:৯
প্রােজেস্টেরনের রাসায়নিক প্রকৃতি হল—
(a) কার্বোহাইড্রেট
(b) স্টেরয়েড
(c) প্রােটিন
(d) স্টেরল
উত্তর: B
প্রশ্ন:১০
করপাস লিউটিয়াম ক্ষরিত করে—
(a) LH
(b) ইসট্রোজেন
(c) প্রােজেস্টেরন
(d) FSH
উত্তর: C
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment