WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি লিচুর ভক্ষণশীল অংশ ?
(a) মেসােকার্প
(b) এন্ডােকার্প
(c) পেরিকার্প
(d) রসালাে বীজোপাঙ্গ
উত্তর: D
প্রশ্ন:২
চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী উৎপন্নে কতগুলি মেগাম্পাের মাতৃকোশের প্রয়ােজন হয় ?
(a) 2
(b) 4
(c) 1
(d) 3
উত্তর: A
প্রশ্ন:৩
ডিম্বক ডিম্বকরন্দ্রের সাথে লম্বভাবে সংযুক্ত থাকে, কিন্তু উভয়েই একই সরলরেখায় অবস্থিত, সেই ধরনের ডিম্বককে বলে—
(a) অ্যানাট্রপাস
(b) অ্যাম্ফিট্ৰপাস
(c) অ্যাট্রপাস
(d) সারসিনােট্রপাস
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?
(a) ডিম্ব
(b) মাইক্রোস্পোর মাতৃকোশ
(c) পুংগ্যামেট
(d) পরাগরেণু
উত্তর: B
প্রশ্ন:৫
পেরিম্পার্ম হল—
(a) ভ্রূণস্থলীর বাইরের অংশ
(b) ভ্রূণপােষকের অবশিষ্ট অংশ
(c) ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস
(d) ক্ষয়প্রাপ্ত সহকারী কোশ
উত্তর: B
প্রশ্ন:৬
দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের বিস্তৃতির রূপটি হল—
(a) 3 + 2 + 3
(b) 3 + 3 + 2
(c) 2 + 4 + 2
(d) 2 + 3 + 3
উত্তর: A
প্রশ্ন:৭
কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং একই সময়ে পরিণতি লাভ করে, এই পদ্ধতিকে বলে—
(a) ফিউসান (মিলন)
(b) সিনগ্যামি
(c) হোমােগ্যামি
(d) অ্যালােগ্যামি
উত্তর: C
প্রশ্ন:৮
Cycas-এর রেণুস্থলীকে বলা হয়—
(a) মেগাম্পােরানজিয়াম
(b) মাইক্রোস্পােরানজিয়াম
(c) মাইক্রোস্পােরােফিল
(d) মেগাস্পােরােফিল
উত্তর: B
প্রশ্ন:৯
অ্যান্থেসিস পদ্ধতিটি হল—
(a) পরাগধানীর বৃদ্ধি
(b) পরাগরেণুর উৎপত্তি
(c) পুষ্পমুকুলের পরিস্ফুরণ
(d) গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু গৃহীত হওয়া
উত্তর: B
প্রশ্ন:১০
ভ্রূণস্থলীর কোন্ কোশের মাধ্যমে পরাগধানী ভ্রূণস্থলীতে প্রবেশ করে ?
(a) সম্পূর্ণ সহকারী কোশ
(b) ক্ষয়প্রাপ্ত সহকারী কোশ
(c) কেন্দ্রীয় কোশ
(d) ডিম্বক কোশ
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment