নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন—
(a) মিলার ও ফক্স
(b) ওপারিন ও হ্যালডেন
(c) মিলার ও ওয়াটসন
(d) ওয়াটসন ও ক্রিক
উত্তর: B
প্রশ্ন:২
'Origin of species' কথাটি কার লেখা ?
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ওপারিন
(d) ভাইসম্যান
উত্তর: B
প্রশ্ন:৩
কীসের ওপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছে ?
(a) অর্জিত গুণাবলির বংশ পরম্পরায় সঞ্চার
(b) অনুকূল প্রকরণগুলির প্রাকৃতিক নির্বাচন
(c) বিবর্তনে পরিবেশের ভূমিকা
(d) জিনের পরিবর্তনের ফলে বংশগতি বৈশিষ্ট্যের প্রকরণ
উত্তর: C
প্রশ্ন:৪
ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হল—
(a) এখানে যােগ্যতমের বংশগতি বর্ণনা করা হয়
(b) এখানে যােগ্যতমের উদবর্তন বর্ণনা করা হয়নি
(c) এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি
(d) এখানে জীবের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হয়নি
উত্তর: B
প্রশ্ন:৫
প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটি হল—
(a) প্রােটিন ও অ্যামাইনাে অ্যাসিড
(b) ইউরিয়া ও অ্যামাইনাে অ্যাসিড
(c) প্রােটিন ও নিউক্লিক অ্যাসিড
(d) ইউরিয়া ও নিউক্লিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৬
সরীসৃপ ও পাখির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটি হল—
(a) জাভা মানুষ
(b) তিমি
(c) প্লাটিপাস
(d) আর্কিওপটেরিক্স
উত্তর: D
প্রশ্ন:৭
যে জাহাজে করে ডারউইন ভ্রমণ করেছিলেন সেটি হল—
(a) সিগলি
(b) আটলান্টিক
(c) বিগল
(d) গঙ্গোত্রী
উত্তর: C
প্রশ্ন:৮
যােগ্যতমের উদবর্তন তত্ত্বটি কার মতবাদ ?
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ডি-গ্রিস
(d) ওয়ালেস
উত্তর: B
প্রশ্ন:৯
ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল—
(a) পৃথকভবন
(b) স্বাধীনবন্টন
(c) প্রাকৃতিক নির্বাচন
(d) উত্তরাধিকার
উত্তর: C
প্রশ্ন:১০
‘যােগ্যতমের উদবর্তন' কথাটি কে ব্যবহার করেন ?
(a) ডারউইন
(b) ল্যামার্ক
(c) ডি-ভ্রিস
(d) স্পেনসার
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment