শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন—
(a) মিলার ও ফক্স
(b) ওপারিন ও হ্যালডেন
(c) মিলার ও ওয়াটসন
(d) ওয়াটসন ও ক্রিক
উত্তর: B
প্রশ্ন:২
'Origin of species' কথাটি কার লেখা ?
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ওপারিন
(d) ভাইসম্যান
উত্তর: B
প্রশ্ন:৩
কীসের ওপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছে ?
(a) অর্জিত গুণাবলির বংশ পরম্পরায় সঞ্চার
(b) অনুকূল প্রকরণগুলির প্রাকৃতিক নির্বাচন
(c) বিবর্তনে পরিবেশের ভূমিকা
(d) জিনের পরিবর্তনের ফলে বংশগতি বৈশিষ্ট্যের প্রকরণ
উত্তর: C
প্রশ্ন:৪
ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হল—
(a) এখানে যােগ্যতমের বংশগতি বর্ণনা করা হয়
(b) এখানে যােগ্যতমের উদবর্তন বর্ণনা করা হয়নি
(c) এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি
(d) এখানে জীবের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হয়নি
উত্তর: B
প্রশ্ন:৫
প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটি হল—
(a) প্রােটিন ও অ্যামাইনাে অ্যাসিড
(b) ইউরিয়া ও অ্যামাইনাে অ্যাসিড
(c) প্রােটিন ও নিউক্লিক অ্যাসিড
(d) ইউরিয়া ও নিউক্লিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৬
সরীসৃপ ও পাখির মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণীটি হল—
(a) জাভা মানুষ
(b) তিমি
(c) প্লাটিপাস
(d) আর্কিওপটেরিক্স
উত্তর: D
প্রশ্ন:৭
যে জাহাজে করে ডারউইন ভ্রমণ করেছিলেন সেটি হল—
(a) সিগলি
(b) আটলান্টিক
(c) বিগল
(d) গঙ্গোত্রী
উত্তর: C
প্রশ্ন:৮
যােগ্যতমের উদবর্তন তত্ত্বটি কার মতবাদ ?
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ডি-গ্রিস
(d) ওয়ালেস
উত্তর: B
প্রশ্ন:৯
ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল—
(a) পৃথকভবন
(b) স্বাধীনবন্টন
(c) প্রাকৃতিক নির্বাচন
(d) উত্তরাধিকার
উত্তর: C
প্রশ্ন:১০
‘যােগ্যতমের উদবর্তন' কথাটি কে ব্যবহার করেন ?
(a) ডারউইন
(b) ল্যামার্ক
(c) ডি-ভ্রিস
(d) স্পেনসার
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment