নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
যেখান থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় সেটি হল—
(a) সারটোলি কোশ
(b) লেডিগের কোশ
(c) সেমিনিফেরাস কোশ
(d) ওপরের সবগুলি
উত্তর: B
প্রশ্ন:২
কোনগুলি হ্যাপ্লয়েড ?
(a) আদি শুক্রকোশ
(b) প্রজনন আবরণী কোশ
(c) গৌণ পরশুক্রাণু
(d) প্রাথমিক পরশুক্রাণু
উত্তর: C
প্রশ্ন:৩
লেডিগ কোশ উৎপন্ন করে—
(a) অ্যালডােস্টেরন
(b) ইসট্রোজেন
(c) প্রােজেস্টেরন
(d) টেস্টোস্টেরন
উত্তর: D
প্রশ্ন:৪
প্রাথমিক পরশুক্রাণু থেকে উৎপন্ন হয়—
(a) একটি শুক্রকোশ
(b) দুটি শুক্রকোশ
(c) তিনটি শুক্রকোশ
(d) চারটি শুক্রকোশ
উত্তর: D
প্রশ্ন:৫
লেডিগ কোশের অবস্থান এবং ক্ষরিত বস্তু হল—
(a) যকৃৎ—কোলেস্টেরল
(b) ডিম্বাশয়—ইসট্রোজেন
(c) শুক্রাশয়—টেস্টোস্টেরন
(d) অগ্ন্যাশয়—গ্লুকাগন
উত্তর: C
প্রশ্ন:৬
প্রথম মিয়ােসিস বিভাজনের শেষে পুংজনন কোশ পরিণত হয়—
(a) গৌণ পরশুক্রাণু
(b) প্রাথমিক পরশুক্রাণু
(c) আদি শুক্রকোশ
(d) অপূর্ণ শুক্রাণু
উত্তর: A
প্রশ্ন:৭
শুক্রাণুর উৎপাদন ঘটে—
(a) সারটোলি কোশে
(b) ইউনিফেরাস টিউবিউলে
(c) সেমিনিফেরাস টিউবিউলে
(d) ভাস ডিফারেনসে
উত্তর: C
প্রশ্ন:৮
লেডিগের কোশের ভূমিকা হল—
(a) শুক্রাণুকে পুষ্টি জোগান দেওয়া
(b) শুক্রাণুর সক্রিয়তায় সাহায্য করা
(c) টেস্টোস্টেরন হরমােন ক্ষরণ করা
(d) ওপরের সবকটি কাজ করা
উত্তর: C
প্রশ্ন:৯
শুক্রাণু উৎপাদক নালিকা থাকে—
(a) যকৃতে
(b) বৃক্কে
(c) ডিম্বাশয়ে
(d) শুক্রাশয়ে
উত্তর: D
প্রশ্ন:১০
পুংযৌন হরমােন উৎস হল—
(a) অ্যাক্রোজোম
(b) শুক্রনালির প্রাচীরস্থ কোশস্তর
(c) শুক্ৰসঞ্চয় থলির প্রাচীরস্থ কোশস্তর
(d) লেডিগের আন্তরকোশ
উত্তর:D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment