নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্পার্মিসাইডস্ শুক্রাণুর হত্যা করে—
(a) ডিম্ববাহী নালির মধ্যে
(b) যােনিপথে
(c) জরায়ুর মুখে
(d) b আর c উভয়েই
উত্তর: D
প্রশ্ন:২
একটি প্রজাতির জনসংখ্যা বৃদ্ধি কোন্ কোন্ ফ্যাক্টরের ওপর নির্ভর করে ?
(a) দূষণ
(b) বায়ােটিক পােটেনশিয়াল
(c) পরিবেশের ধারণ ক্ষমতা
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৩
HIV ভাইরাস সাধারণত—
(a) DNA যুক্ত গােলাকার
(b) RNA যুক্ত লম্বাটে
(c) DNA যুক্ত ক্ষুদ্রাকার
(d) RNA যুক্ত গােলাকার
উত্তর: D
প্রশ্ন:৪
প্রথম টেস্টটিউব বেবি Louise Joy Brown ইংল্যান্ডের Oldham-এ কবে জন্মগ্রহণ করে ?
(a) 6 আগস্ট, 1986
(b) 25 জুলাই, 1978
(c) 28 মার্চ, 1977
(d) 2 জানুয়ারি, 1976
উত্তর: B
প্রশ্ন:৫
AIDS-এর ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ হল—
(a) Tetracycline
(b) Zidovudinen
(c) Acyclovir
(d) Didanosine
উত্তর: B
প্রশ্ন:৬
এর মধ্যে যৌন সংগতভাবে সঞ্চারিত (STD) কোন্ কোন্ রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয় না ?
(a) AIDS, সিফিলিস, হেপাটাইটিস B
(b) AIDS, জেনিটাল হারপিস এবং হেপাটাইটিস B
(c) ক্ল্যামাইডিয়াসিস, গনােরিয়া, ট্রাইকোমােনিয়াসিস
(d) ক্যানড্রয়েড, সিফিলিস, জেনিটাল ওয়ার্টস্
উত্তর: B
প্রশ্ন:৭
সুরক্ষিত জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা হল—
(a) MTP
(b) শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে রােধ করা
(c) টেস্টটিউব বেবিস
(d) জরায়ুর মধ্যে শুক্রাণুর প্রবেশ রােধ করা
উত্তর: B
প্রশ্ন:৮
পরিবার পরিকল্পনা যে বছর আবিষ্কৃত হয়—
(a) 1951
(b) 1920
(c) 1930
(d) 1950
উত্তর: A
প্রশ্ন:৯
ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হল—
(a) স্বল্প মৃত্যুহার
(b) শিক্ষার অভাব
(c) অধিক জন্মহার
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:১০
যােনিপথ সংক্রান্ত ডায়াফ্রাম—
(a) ডিম্বাণুর অবরােহণ প্রতিরােধ করতে সক্ষম
(b) শুক্রাণু ও ডিম্বাণুর একত্রিত হওয়াকে প্রতিরােধ করতে সক্ষম
(c) অভিসিডাল
(d) স্পার্মিসিডাল
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment