বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্পার্মিসাইডস্ শুক্রাণুর হত্যা করে—
(a) ডিম্ববাহী নালির মধ্যে
(b) যােনিপথে
(c) জরায়ুর মুখে
(d) b আর c উভয়েই
উত্তর: D
প্রশ্ন:২
একটি প্রজাতির জনসংখ্যা বৃদ্ধি কোন্ কোন্ ফ্যাক্টরের ওপর নির্ভর করে ?
(a) দূষণ
(b) বায়ােটিক পােটেনশিয়াল
(c) পরিবেশের ধারণ ক্ষমতা
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৩
HIV ভাইরাস সাধারণত—
(a) DNA যুক্ত গােলাকার
(b) RNA যুক্ত লম্বাটে
(c) DNA যুক্ত ক্ষুদ্রাকার
(d) RNA যুক্ত গােলাকার
উত্তর: D
প্রশ্ন:৪
প্রথম টেস্টটিউব বেবি Louise Joy Brown ইংল্যান্ডের Oldham-এ কবে জন্মগ্রহণ করে ?
(a) 6 আগস্ট, 1986
(b) 25 জুলাই, 1978
(c) 28 মার্চ, 1977
(d) 2 জানুয়ারি, 1976
উত্তর: B
প্রশ্ন:৫
AIDS-এর ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ হল—
(a) Tetracycline
(b) Zidovudinen
(c) Acyclovir
(d) Didanosine
উত্তর: B
প্রশ্ন:৬
এর মধ্যে যৌন সংগতভাবে সঞ্চারিত (STD) কোন্ কোন্ রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয় না ?
(a) AIDS, সিফিলিস, হেপাটাইটিস B
(b) AIDS, জেনিটাল হারপিস এবং হেপাটাইটিস B
(c) ক্ল্যামাইডিয়াসিস, গনােরিয়া, ট্রাইকোমােনিয়াসিস
(d) ক্যানড্রয়েড, সিফিলিস, জেনিটাল ওয়ার্টস্
উত্তর: B
প্রশ্ন:৭
সুরক্ষিত জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা হল—
(a) MTP
(b) শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে রােধ করা
(c) টেস্টটিউব বেবিস
(d) জরায়ুর মধ্যে শুক্রাণুর প্রবেশ রােধ করা
উত্তর: B
প্রশ্ন:৮
পরিবার পরিকল্পনা যে বছর আবিষ্কৃত হয়—
(a) 1951
(b) 1920
(c) 1930
(d) 1950
উত্তর: A
প্রশ্ন:৯
ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হল—
(a) স্বল্প মৃত্যুহার
(b) শিক্ষার অভাব
(c) অধিক জন্মহার
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:১০
যােনিপথ সংক্রান্ত ডায়াফ্রাম—
(a) ডিম্বাণুর অবরােহণ প্রতিরােধ করতে সক্ষম
(b) শুক্রাণু ও ডিম্বাণুর একত্রিত হওয়াকে প্রতিরােধ করতে সক্ষম
(c) অভিসিডাল
(d) স্পার্মিসিডাল
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment