ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
DNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
প্রশ্ন:২
ক্যাপ কাকে বলে ?
উত্তর: m-RNA-র 5 প্রান্তে কয়েকটি মিথাইল বেস থাকে। এই অঞ্চলকে ক্যাপ বলে।
প্রশ্ন:৩
RNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: ইউরাসিল ও সাইটোসিন।
প্রশ্ন:৪
t-RNA-এর পুরাে কথা কী ?
উত্তর: ট্রান্সফার RNA।
প্রশ্ন:৫
এক্সন কী ?
উত্তর: খণ্ডিত জিনের সক্রিয় অংশগুলিকে বলে এক্সন।
প্রশ্ন:৬
r-RNA-র পুরাে কথা কী ?
উত্তর: রাইবােজোমাল RNA।
প্রশ্ন:৭
জেনেটিক RNA কাকে বলে ?
উত্তর: যে ভাইরাসের RNA প্রতিলিপিকরণে সক্ষম এবং জিনগত বৈশিষ্ট্যগুলিকে ধারণ ও বংশানুক্রমে পরিবহণ করে তাকে জেনেটিক RNA বলে।
প্রশ্ন:৮
DNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: থাইমিন ও সাইটোসিন।
প্রশ্ন:৯
m-RNA-র পুরাে নাম কী ?
উত্তর: ম্যাসেঞ্জার RNA।
প্রশ্ন:১০
RNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment