বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
DNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
প্রশ্ন:২
ক্যাপ কাকে বলে ?
উত্তর: m-RNA-র 5 প্রান্তে কয়েকটি মিথাইল বেস থাকে। এই অঞ্চলকে ক্যাপ বলে।
প্রশ্ন:৩
RNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: ইউরাসিল ও সাইটোসিন।
প্রশ্ন:৪
t-RNA-এর পুরাে কথা কী ?
উত্তর: ট্রান্সফার RNA।
প্রশ্ন:৫
এক্সন কী ?
উত্তর: খণ্ডিত জিনের সক্রিয় অংশগুলিকে বলে এক্সন।
প্রশ্ন:৬
r-RNA-র পুরাে কথা কী ?
উত্তর: রাইবােজোমাল RNA।
প্রশ্ন:৭
জেনেটিক RNA কাকে বলে ?
উত্তর: যে ভাইরাসের RNA প্রতিলিপিকরণে সক্ষম এবং জিনগত বৈশিষ্ট্যগুলিকে ধারণ ও বংশানুক্রমে পরিবহণ করে তাকে জেনেটিক RNA বলে।
প্রশ্ন:৮
DNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: থাইমিন ও সাইটোসিন।
প্রশ্ন:৯
m-RNA-র পুরাে নাম কী ?
উত্তর: ম্যাসেঞ্জার RNA।
প্রশ্ন:১০
RNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment