প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
DNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
প্রশ্ন:২
ক্যাপ কাকে বলে ?
উত্তর: m-RNA-র 5 প্রান্তে কয়েকটি মিথাইল বেস থাকে। এই অঞ্চলকে ক্যাপ বলে।
প্রশ্ন:৩
RNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: ইউরাসিল ও সাইটোসিন।
প্রশ্ন:৪
t-RNA-এর পুরাে কথা কী ?
উত্তর: ট্রান্সফার RNA।
প্রশ্ন:৫
এক্সন কী ?
উত্তর: খণ্ডিত জিনের সক্রিয় অংশগুলিকে বলে এক্সন।
প্রশ্ন:৬
r-RNA-র পুরাে কথা কী ?
উত্তর: রাইবােজোমাল RNA।
প্রশ্ন:৭
জেনেটিক RNA কাকে বলে ?
উত্তর: যে ভাইরাসের RNA প্রতিলিপিকরণে সক্ষম এবং জিনগত বৈশিষ্ট্যগুলিকে ধারণ ও বংশানুক্রমে পরিবহণ করে তাকে জেনেটিক RNA বলে।
প্রশ্ন:৮
DNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ?
উত্তর: থাইমিন ও সাইটোসিন।
প্রশ্ন:৯
m-RNA-র পুরাে নাম কী ?
উত্তর: ম্যাসেঞ্জার RNA।
প্রশ্ন:১০
RNA-র পিউরিন বেসগুলি কী কী ?
উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment