দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি ডিম্বকের অংশ ?
(a) ভ্রূণস্থলী
(b) গর্ভযন্ত্র
(c) প্রতিপাদ কোশসমষ্টি
(d) রেণুরন্ধ্র
উত্তর: A, B, C
প্রশ্ন:২
দ্বিবীজপত্রী বীজ হল—
(a) ধান
(b) কুমড়ো
(c) ভুট্টা
(d) মটর
উত্তর: B, D
প্রশ্ন:৩
বায়ুপরাগী ফুল হল—
(a) জবা
(b) ভুট্টা
(c) ধান
(d) ধুতরা
উত্তর: B, C
প্রশ্ন:৪
প্রােটোগাইটি ফুল হল—
(a) চাঁপা
(b) রজনিগন্ধা
(c) জবা
(d) রক্তদ্রোণ
উত্তর: A, B
প্রশ্ন:৫
ফুলের জনন স্তবক হল—
(a) বৃতি
(b) দলমণ্ডল
(c) পুংস্তবক
(d) স্ত্রীস্তবক
উত্তর: C, D
প্রশ্ন:৬
দ্বিনিষেক ঘটে—
(a) মটর
(b) রেড়ি
(c) ছোলা
(d) ভুট্টা
উত্তর: B, D
প্রশ্ন:৭
জলের সাহায্যে পরাগযােগ ঘটে—
(a) পদ্ম
(b) শালুক
(c) পাতাশ্যাওলা
(d) পাতাঝাঁঝি
উত্তর: C, D
প্রশ্ন:৮
স্বপরাগযােগ দেখা যায়—
(a) সন্ধ্যামালতি
(b) শিম
(c) গােলাপ
(d) টম্যাটো
উত্তর: A, B, D
প্রশ্ন:৯
পক্ষীপরাগী ফুল হল—
(a) কচু
(b) পলাশ
(c) মাদার
(d) মানকচু
উত্তর: B, C
প্রশ্ন:১০
কোন্ দুটি গর্ভকেশরের অংশ ?
(a) পরাগধানী
(b) গর্ভমুণ্ড
(c) পুংদণ্ড
(d) গর্ভাশয়
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment