ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি ডিম্বকের অংশ ?
(a) ভ্রূণস্থলী
(b) গর্ভযন্ত্র
(c) প্রতিপাদ কোশসমষ্টি
(d) রেণুরন্ধ্র
উত্তর: A, B, C
প্রশ্ন:২
দ্বিবীজপত্রী বীজ হল—
(a) ধান
(b) কুমড়ো
(c) ভুট্টা
(d) মটর
উত্তর: B, D
প্রশ্ন:৩
বায়ুপরাগী ফুল হল—
(a) জবা
(b) ভুট্টা
(c) ধান
(d) ধুতরা
উত্তর: B, C
প্রশ্ন:৪
প্রােটোগাইটি ফুল হল—
(a) চাঁপা
(b) রজনিগন্ধা
(c) জবা
(d) রক্তদ্রোণ
উত্তর: A, B
প্রশ্ন:৫
ফুলের জনন স্তবক হল—
(a) বৃতি
(b) দলমণ্ডল
(c) পুংস্তবক
(d) স্ত্রীস্তবক
উত্তর: C, D
প্রশ্ন:৬
দ্বিনিষেক ঘটে—
(a) মটর
(b) রেড়ি
(c) ছোলা
(d) ভুট্টা
উত্তর: B, D
প্রশ্ন:৭
জলের সাহায্যে পরাগযােগ ঘটে—
(a) পদ্ম
(b) শালুক
(c) পাতাশ্যাওলা
(d) পাতাঝাঁঝি
উত্তর: C, D
প্রশ্ন:৮
স্বপরাগযােগ দেখা যায়—
(a) সন্ধ্যামালতি
(b) শিম
(c) গােলাপ
(d) টম্যাটো
উত্তর: A, B, D
প্রশ্ন:৯
পক্ষীপরাগী ফুল হল—
(a) কচু
(b) পলাশ
(c) মাদার
(d) মানকচু
উত্তর: B, C
প্রশ্ন:১০
কোন্ দুটি গর্ভকেশরের অংশ ?
(a) পরাগধানী
(b) গর্ভমুণ্ড
(c) পুংদণ্ড
(d) গর্ভাশয়
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment