দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি ডিম্বকের অংশ ?
(a) ভ্রূণস্থলী
(b) গর্ভযন্ত্র
(c) প্রতিপাদ কোশসমষ্টি
(d) রেণুরন্ধ্র
উত্তর: A, B, C
প্রশ্ন:২
দ্বিবীজপত্রী বীজ হল—
(a) ধান
(b) কুমড়ো
(c) ভুট্টা
(d) মটর
উত্তর: B, D
প্রশ্ন:৩
বায়ুপরাগী ফুল হল—
(a) জবা
(b) ভুট্টা
(c) ধান
(d) ধুতরা
উত্তর: B, C
প্রশ্ন:৪
প্রােটোগাইটি ফুল হল—
(a) চাঁপা
(b) রজনিগন্ধা
(c) জবা
(d) রক্তদ্রোণ
উত্তর: A, B
প্রশ্ন:৫
ফুলের জনন স্তবক হল—
(a) বৃতি
(b) দলমণ্ডল
(c) পুংস্তবক
(d) স্ত্রীস্তবক
উত্তর: C, D
প্রশ্ন:৬
দ্বিনিষেক ঘটে—
(a) মটর
(b) রেড়ি
(c) ছোলা
(d) ভুট্টা
উত্তর: B, D
প্রশ্ন:৭
জলের সাহায্যে পরাগযােগ ঘটে—
(a) পদ্ম
(b) শালুক
(c) পাতাশ্যাওলা
(d) পাতাঝাঁঝি
উত্তর: C, D
প্রশ্ন:৮
স্বপরাগযােগ দেখা যায়—
(a) সন্ধ্যামালতি
(b) শিম
(c) গােলাপ
(d) টম্যাটো
উত্তর: A, B, D
প্রশ্ন:৯
পক্ষীপরাগী ফুল হল—
(a) কচু
(b) পলাশ
(c) মাদার
(d) মানকচু
উত্তর: B, C
প্রশ্ন:১০
কোন্ দুটি গর্ভকেশরের অংশ ?
(a) পরাগধানী
(b) গর্ভমুণ্ড
(c) পুংদণ্ড
(d) গর্ভাশয়
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment