বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি ডিম্বকের অংশ ?
(a) ভ্রূণস্থলী
(b) গর্ভযন্ত্র
(c) প্রতিপাদ কোশসমষ্টি
(d) রেণুরন্ধ্র
উত্তর: A, B, C
প্রশ্ন:২
দ্বিবীজপত্রী বীজ হল—
(a) ধান
(b) কুমড়ো
(c) ভুট্টা
(d) মটর
উত্তর: B, D
প্রশ্ন:৩
বায়ুপরাগী ফুল হল—
(a) জবা
(b) ভুট্টা
(c) ধান
(d) ধুতরা
উত্তর: B, C
প্রশ্ন:৪
প্রােটোগাইটি ফুল হল—
(a) চাঁপা
(b) রজনিগন্ধা
(c) জবা
(d) রক্তদ্রোণ
উত্তর: A, B
প্রশ্ন:৫
ফুলের জনন স্তবক হল—
(a) বৃতি
(b) দলমণ্ডল
(c) পুংস্তবক
(d) স্ত্রীস্তবক
উত্তর: C, D
প্রশ্ন:৬
দ্বিনিষেক ঘটে—
(a) মটর
(b) রেড়ি
(c) ছোলা
(d) ভুট্টা
উত্তর: B, D
প্রশ্ন:৭
জলের সাহায্যে পরাগযােগ ঘটে—
(a) পদ্ম
(b) শালুক
(c) পাতাশ্যাওলা
(d) পাতাঝাঁঝি
উত্তর: C, D
প্রশ্ন:৮
স্বপরাগযােগ দেখা যায়—
(a) সন্ধ্যামালতি
(b) শিম
(c) গােলাপ
(d) টম্যাটো
উত্তর: A, B, D
প্রশ্ন:৯
পক্ষীপরাগী ফুল হল—
(a) কচু
(b) পলাশ
(c) মাদার
(d) মানকচু
উত্তর: B, C
প্রশ্ন:১০
কোন্ দুটি গর্ভকেশরের অংশ ?
(a) পরাগধানী
(b) গর্ভমুণ্ড
(c) পুংদণ্ড
(d) গর্ভাশয়
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment