WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নীচের কোন্ ফলটি প্রকৃত ফল নয় ?
(a) আম
(b) আপেল
(c) কুল
(d) জাম
উত্তর: B
প্রশ্ন:২
রাসায়নিক রূপে পােলেনকিট তৈরি হয়—
(a) লিপিড ও ক্যারােটিনয়েড দ্বারা
(b) প্রােটিন দ্বারা
(c) কার্বোহাইড্রেট ও ক্যারােটিনয়েড দ্বারা
(d) স্পােরােপােলেনিন দ্বারা
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি পরাগরেণুর শিলীভবনে সাহায্য করে ?
(a) সুবেরিন
(b) স্পােরােপােলেনিন
(c) কিউটিন
(d) সেলুলােজ
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি একই প্রকার নয় ?
(a) ঊগোনিয়াম
(b) ডিম্বক
(c) আর্কিম্পােরিয়াম
(d) অ্যানথেরিডিয়াম
উত্তর: D
প্রশ্ন:৫
একলিঙ্গীয় সপুষ্পক উদ্ভিদের পুংপুষ্পকে বলে—
(a) স্ত্রীপুষ্প
(b) পুংপুষ্প বা স্ট্যামিনেট
(c) সহবাসী
(d) ভিন্নবাসী
উত্তর: B
প্রশ্ন:৬
পরাগরেণুর এক্সাইনের ভিতরের স্তরকে বলে—
(a) ট্যাকটাম
(b) নেক্সাইন
(c) সেক্সাইন
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
পুংকেশরের জননক্ষম অংশটি হল—
(a) যােজক
(b) পরাগধানী
(c) পুংদণ্ড
(d) প্রত্যেকটিই
উত্তর: B
প্রশ্ন:৮
সেক্সাইন হল—
(a) ইনটাইন
(b) এক্সাইন
(c) এন্ডােথেসিয়াম
(d) ট্যাপেটাম
উত্তর: B
প্রশ্ন:৯
পরাগরেণুর সাইটোপ্লাজমে থাকে—
(a) স্টার্চ ও ফ্ল্যাভিনয়েড
(b) প্রােটিন
(c) DNA
(d) ফ্যাট এবং স্টার্চ
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কার মধ্যে সবচেয়ে বড়াে পরাগধানী দেখা যায় ?
(a) ভুট্টা
(b) কচু
(c) জবা
(d) মটর
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment