দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়নকে বলা হয়—
(a) প্যালিনােলজি
(b) পিডােলজি
(c) পেলিওবােটানি
(d) পেলিওইনসেক্টোলজি
উত্তর: C
প্রশ্ন:২
পাখির ডানা এবং ঘােড়ার অগ্রপদ হল—
(a) নিষ্ক্রিয় অঙ্গ
(b) হােমােলােগাস
(c) আনালােগাস
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
বিবর্তনের একক হল—
(a) জনসংখ্যা
(b) ব্যক্তিগত
(c) প্রজাতি
(d) উপ-প্রজাতি
উত্তর: A
প্রশ্ন:৪
দাঁতযুক্ত একটি পাখি হল—
(a) আর্কিওপটেরিক্স
(b) ডােডাে
(c) অস্ট্রিচ
(d) কিউয়ি
উত্তর: A
প্রশ্ন:৫
মেসােজোয়িক যুগ কোনটির স্বর্ণযুগ নামে পরিচিত ?
(a) মােলাস্কা
(b) পিসেস
(c) উভচর
(d) সরীসৃপ
উত্তর: D
প্রশ্ন:৬
‘স্তন্যপায়ীর যুগ’ হল—
(a) সিনােজোয়িক
(b) মেসােজোয়িক
(c) প্যালিওজোয়িক
(d) সাইকোজোয়িক
উত্তর: A
প্রশ্ন:৭
কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় ?
(a) কক্সিস
(b) তৃতীয় মােলার
(c) খণ্ডক উদরীয় পেশি
(d) আঙুলের নখ
উত্তর: D
প্রশ্ন:৮
ডাইনােসর কোন যুগে ছিল ?
(a) সিনােজোয়িক
(b) প্রিক্যামব্রিয়ান
(c) মেসােজোয়িক
(d) প্যালিওজোয়িক
উত্তর: C
প্রশ্ন:৯
অ্যানিলিডা এবং মােলাস্কার সংযােগরক্ষাকারী প্রাণীটি হল—
(a) ভেলিজার লার্ভা
(b) গ্লচিডিয়াম লার্ভা
(c) নিওপিলিনা
(d) নটিলাস
উত্তর: C
প্রশ্ন:১০
C14-এর অর্ধজীবনকাল—
(a) 5000 বছর
(b) 500 বছর
(c) 50 বছর
(d) 70 বছর
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment