WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
গুপ্তবীজী উদ্ভিদের পরাগধানীতে প্রােথ্যালিয়াল কোশ থাকে—
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) শূন্য
উত্তর: D
প্রশ্ন:২
ফসলের উৎপাদন বাড়ানাের জন্য প্রয়ােজন—
(a) উন্নত বীজ
(b) বিশুদ্ধ বীজ
(c) রােগপ্রতিরােধক্ষম বীজ
(d) সংকর বীজ
উত্তর: D
প্রশ্ন:৩
হস্ত ইমাসকুলেশন বলতে বােঝায়—
(a) হাতের সাহায্যে করা
(b) সাকসান যন্ত্রের সাহায্যে করা
(c) চিমটার সাহায্যে করা
(d) তিনটিরই সাহায্যে করা
উত্তর: A
প্রশ্ন:৪
ইমাসকুলেশনের প্রধান উদ্দেশ্য হল—
(a) স্বনিষেক প্রতিহত করা
(b) নিষেকে সাহায্য করা
(c) উভনিষেক প্রতিহত করা
(d) পরনিষেক প্রতিহত করা
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের ভ্রূণস্থলীর মধ্যে বেশি সংখ্যায় প্রতিপাদ কোশ লক্ষ করা যায় ?
(a) Drusa
(b) Adoxa
(c) Peperomia
(d) Fritillaria
উত্তর: A
প্রশ্ন:৬
গরম জলের সাহায্যে বন্ধ্যাত্বকরণে যে উষ্ণতায় পুংকেশরগুলি রাখা হয়—
(a) 45-53° C
(b) 10-20° C
(c) 30-40° C
(d) 50-60° C
উত্তর: A
প্রশ্ন:৭
কল্যাণ 277 হল—
(a) সংকর গম
(b) সংকর ধান
(c) সংকর কলা
(d) সংকর আখ
উত্তর: A
প্রশ্ন:৮
বায়ুর সাহায্যে পরাগযােগ ঘটে—
(a) পদ্ম
(b) পাতাশ্যাওলা
(c) ভুট্টা
(d) কচু
উত্তর: C
প্রশ্ন:৯
দুটি ভিন্ন গণের সংকরায়ণকে বলে—
(a) অন্তঃপ্রজাতির সংকরায়ণ
(b) অন্তঃগণীয় সংকরায়ণ
(c) আন্তঃপ্রজাতির সংকরায়ণ
(d) আন্তঃগণীয় সংকরায়ণ
উত্তর: D
প্রশ্ন:১০
ইমাসকুলেশন করা হয়—
(a) উভলিঙ্গ ফুলে
(b) পুংবন্ধ্যা ফুলে
(c) একলিঙ্গ ফুলে
(d) সকল প্রকার ফুলে
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment