ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
হাইপ্যানথােডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় ?
(a) বাঁধাকপি
(b) সূর্যমুখী
(c) ডুমুর
(d) করিয়ানডার
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?
(a) পরাগরেণু
(b) মাইক্রোস্পাের মাতৃকোশ
(c) ডিম্বাণু
(d) পুংগ্যামেট
উত্তর: B
প্রশ্ন:৩
আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় ?
(a) কলা
(b) কচু
(c) সূর্যমুখী
(d) করিয়ানডার
উত্তর: D
প্রশ্ন:৪
ক্রুশাকার দলমণ্ডল দেখা যায়—
(a) মূলা
(b) মটর গাছ
(c) সূর্যমুখী
(d) জবা
উত্তর: A
প্রশ্ন:৫
সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন্ কোশ থেকে উৎপত্তি লাভ করে ?
(a) জনন কোশ
(b) মাইক্রোস্পোর মাতৃকোশ
(c) অঙ্গজ কোশ
(d) মাইক্রোস্পাের
উত্তর: A
প্রশ্ন:৬
একপ্রকার ভক্ষণযােগ্য পুষ্পবিন্যাস হল—
(a) Brassica compeotris
(b) Raphanus sativus
(c) Brassica rapa
(d) Brassica oleracea
উত্তর: D
প্রশ্ন:৭
সহকারী কোশ নিম্নলিখিত কোন্ প্রকৃতির হয় ?
(a) ডিপ্লয়েড
(b) টেট্রাপ্লয়েড
(c) ট্রিপ্লয়েড
(d) হ্যাপ্লয়েড
উত্তর: D
প্রশ্ন:৮
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়
(c) দলমণ্ডল
(d) পরাগরেণু
উত্তর: A
প্রশ্ন:৯
যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান, তাকে বলে—
(a) উভয়লিঙ্গ উদ্ভিদ
(b) একলিঙ্গ উদ্ভিদ
(c) ভিন্নবাসী উদ্ভিদ
(d) সহবাসী উদ্ভিদ
উত্তর: D
প্রশ্ন:১০
চ্যাপটা অক্ষ সমন্বিত, বৃন্তহীন পুষ্প এবং মঞ্জরিযুক্ত পুষ্পবিন্যাসকে বলে—
(a) রেসিম
(b) মুণ্ডক
(c) করিম্ব
(d) আম্বেল
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment