ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
হাইপ্যানথােডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় ?
(a) বাঁধাকপি
(b) সূর্যমুখী
(c) ডুমুর
(d) করিয়ানডার
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?
(a) পরাগরেণু
(b) মাইক্রোস্পাের মাতৃকোশ
(c) ডিম্বাণু
(d) পুংগ্যামেট
উত্তর: B
প্রশ্ন:৩
আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় ?
(a) কলা
(b) কচু
(c) সূর্যমুখী
(d) করিয়ানডার
উত্তর: D
প্রশ্ন:৪
ক্রুশাকার দলমণ্ডল দেখা যায়—
(a) মূলা
(b) মটর গাছ
(c) সূর্যমুখী
(d) জবা
উত্তর: A
প্রশ্ন:৫
সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন্ কোশ থেকে উৎপত্তি লাভ করে ?
(a) জনন কোশ
(b) মাইক্রোস্পোর মাতৃকোশ
(c) অঙ্গজ কোশ
(d) মাইক্রোস্পাের
উত্তর: A
প্রশ্ন:৬
একপ্রকার ভক্ষণযােগ্য পুষ্পবিন্যাস হল—
(a) Brassica compeotris
(b) Raphanus sativus
(c) Brassica rapa
(d) Brassica oleracea
উত্তর: D
প্রশ্ন:৭
সহকারী কোশ নিম্নলিখিত কোন্ প্রকৃতির হয় ?
(a) ডিপ্লয়েড
(b) টেট্রাপ্লয়েড
(c) ট্রিপ্লয়েড
(d) হ্যাপ্লয়েড
উত্তর: D
প্রশ্ন:৮
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়
(c) দলমণ্ডল
(d) পরাগরেণু
উত্তর: A
প্রশ্ন:৯
যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান, তাকে বলে—
(a) উভয়লিঙ্গ উদ্ভিদ
(b) একলিঙ্গ উদ্ভিদ
(c) ভিন্নবাসী উদ্ভিদ
(d) সহবাসী উদ্ভিদ
উত্তর: D
প্রশ্ন:১০
চ্যাপটা অক্ষ সমন্বিত, বৃন্তহীন পুষ্প এবং মঞ্জরিযুক্ত পুষ্পবিন্যাসকে বলে—
(a) রেসিম
(b) মুণ্ডক
(c) করিম্ব
(d) আম্বেল
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment