ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
হাইপ্যানথােডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় ?
(a) বাঁধাকপি
(b) সূর্যমুখী
(c) ডুমুর
(d) করিয়ানডার
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি ক্যালােজ প্রাচীর দ্বারা আবৃত থাকে ?
(a) পরাগরেণু
(b) মাইক্রোস্পাের মাতৃকোশ
(c) ডিম্বাণু
(d) পুংগ্যামেট
উত্তর: B
প্রশ্ন:৩
আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় ?
(a) কলা
(b) কচু
(c) সূর্যমুখী
(d) করিয়ানডার
উত্তর: D
প্রশ্ন:৪
ক্রুশাকার দলমণ্ডল দেখা যায়—
(a) মূলা
(b) মটর গাছ
(c) সূর্যমুখী
(d) জবা
উত্তর: A
প্রশ্ন:৫
সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন্ কোশ থেকে উৎপত্তি লাভ করে ?
(a) জনন কোশ
(b) মাইক্রোস্পোর মাতৃকোশ
(c) অঙ্গজ কোশ
(d) মাইক্রোস্পাের
উত্তর: A
প্রশ্ন:৬
একপ্রকার ভক্ষণযােগ্য পুষ্পবিন্যাস হল—
(a) Brassica compeotris
(b) Raphanus sativus
(c) Brassica rapa
(d) Brassica oleracea
উত্তর: D
প্রশ্ন:৭
সহকারী কোশ নিম্নলিখিত কোন্ প্রকৃতির হয় ?
(a) ডিপ্লয়েড
(b) টেট্রাপ্লয়েড
(c) ট্রিপ্লয়েড
(d) হ্যাপ্লয়েড
উত্তর: D
প্রশ্ন:৮
পুষ্পাক্ষ হল—
(a) ফুলের গােড়া
(b) ডিম্বাশয়
(c) দলমণ্ডল
(d) পরাগরেণু
উত্তর: A
প্রশ্ন:৯
যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান, তাকে বলে—
(a) উভয়লিঙ্গ উদ্ভিদ
(b) একলিঙ্গ উদ্ভিদ
(c) ভিন্নবাসী উদ্ভিদ
(d) সহবাসী উদ্ভিদ
উত্তর: D
প্রশ্ন:১০
চ্যাপটা অক্ষ সমন্বিত, বৃন্তহীন পুষ্প এবং মঞ্জরিযুক্ত পুষ্পবিন্যাসকে বলে—
(a) রেসিম
(b) মুণ্ডক
(c) করিম্ব
(d) আম্বেল
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment