প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
প্রথম সামাজিক মানুষ হল—
(a) ক্রো-ম্যাগনন মানুষ
(b) নিয়ানডারথাল মানুষ
(c) হিডেলবার্গ মানুষ
(d) টারনিফিয়ার মানুষ
উত্তর: A
প্রশ্ন:২
নিয়ানডারথাল মানুষ বাস করত—
(a) গুহায়
(b) পর্বতে
(c) মরুভূমিতে
(d) ঘন অরণ্যে
উত্তর: A
প্রশ্ন:৩
জাভা এপ মানুষ কে আবিষ্কার করেন ?
(a) ব্লাক
(b) লিকি
(c) কুভিয়ের
(d) ডুবয়েস
উত্তর: D
প্রশ্ন:৪
প্রােকনসালের অপর নাম হল—
(a) রামাপিথেকাস
(b) প্যারাপিথেকাস
(c) এজিপটোপিথেকাস
(d) ড্রায়ােপিথেকাস
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ মানুষের অ্যানসেসটারদের মধ্যে প্রথম দ্বিপদ গমন দেখায় ?
(a) অস্ট্রালােপিথেকাস
(b) ক্রো-ম্যাগনন
(c) জাভা এপম্যান
(d) পিকিং মানব
উত্তর: A
প্রশ্ন:৬
ক্রো-ম্যাগননের জীবাশ্ম দেখা যায়—
(a) শিবালিক পর্বত—ভারত
(b) আফ্রিকা
(c) ফ্রান্স
(d) নিয়ানডার উপত্যকা—জার্মানি
উত্তর: C
প্রশ্ন:৭
মানুষের পূর্ব পুরুষদের মধ্যে কার ক্রেনিয়ামের আয়তন 1000 cc-এর বেশি ?
(a) Homo habilis
(b) Homo erectus
(c) Ramapithecus
(d) Homo erectus neanderthalensis
উত্তর: D
প্রশ্ন:৮
সবথেকে প্রথম মানুষের নাম ছিল—
(a) Homo erectus
(b) Homo habilis
(c) Australopithecus
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:৯
জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম—
(a) Australopithecus
(b) Homo erectus
(c) Homo habilis
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:১০
পিথেক্যানথ্রোপাস কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
(a) আফ্রিকা
(b) জার্মানি
(c) জাভা
(d) চিন
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment