দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
প্রথম সামাজিক মানুষ হল—
(a) ক্রো-ম্যাগনন মানুষ
(b) নিয়ানডারথাল মানুষ
(c) হিডেলবার্গ মানুষ
(d) টারনিফিয়ার মানুষ
উত্তর: A
প্রশ্ন:২
নিয়ানডারথাল মানুষ বাস করত—
(a) গুহায়
(b) পর্বতে
(c) মরুভূমিতে
(d) ঘন অরণ্যে
উত্তর: A
প্রশ্ন:৩
জাভা এপ মানুষ কে আবিষ্কার করেন ?
(a) ব্লাক
(b) লিকি
(c) কুভিয়ের
(d) ডুবয়েস
উত্তর: D
প্রশ্ন:৪
প্রােকনসালের অপর নাম হল—
(a) রামাপিথেকাস
(b) প্যারাপিথেকাস
(c) এজিপটোপিথেকাস
(d) ড্রায়ােপিথেকাস
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ মানুষের অ্যানসেসটারদের মধ্যে প্রথম দ্বিপদ গমন দেখায় ?
(a) অস্ট্রালােপিথেকাস
(b) ক্রো-ম্যাগনন
(c) জাভা এপম্যান
(d) পিকিং মানব
উত্তর: A
প্রশ্ন:৬
ক্রো-ম্যাগননের জীবাশ্ম দেখা যায়—
(a) শিবালিক পর্বত—ভারত
(b) আফ্রিকা
(c) ফ্রান্স
(d) নিয়ানডার উপত্যকা—জার্মানি
উত্তর: C
প্রশ্ন:৭
মানুষের পূর্ব পুরুষদের মধ্যে কার ক্রেনিয়ামের আয়তন 1000 cc-এর বেশি ?
(a) Homo habilis
(b) Homo erectus
(c) Ramapithecus
(d) Homo erectus neanderthalensis
উত্তর: D
প্রশ্ন:৮
সবথেকে প্রথম মানুষের নাম ছিল—
(a) Homo erectus
(b) Homo habilis
(c) Australopithecus
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:৯
জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম—
(a) Australopithecus
(b) Homo erectus
(c) Homo habilis
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:১০
পিথেক্যানথ্রোপাস কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
(a) আফ্রিকা
(b) জার্মানি
(c) জাভা
(d) চিন
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment