এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
প্রথম সামাজিক মানুষ হল—
(a) ক্রো-ম্যাগনন মানুষ
(b) নিয়ানডারথাল মানুষ
(c) হিডেলবার্গ মানুষ
(d) টারনিফিয়ার মানুষ
উত্তর: A
প্রশ্ন:২
নিয়ানডারথাল মানুষ বাস করত—
(a) গুহায়
(b) পর্বতে
(c) মরুভূমিতে
(d) ঘন অরণ্যে
উত্তর: A
প্রশ্ন:৩
জাভা এপ মানুষ কে আবিষ্কার করেন ?
(a) ব্লাক
(b) লিকি
(c) কুভিয়ের
(d) ডুবয়েস
উত্তর: D
প্রশ্ন:৪
প্রােকনসালের অপর নাম হল—
(a) রামাপিথেকাস
(b) প্যারাপিথেকাস
(c) এজিপটোপিথেকাস
(d) ড্রায়ােপিথেকাস
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ মানুষের অ্যানসেসটারদের মধ্যে প্রথম দ্বিপদ গমন দেখায় ?
(a) অস্ট্রালােপিথেকাস
(b) ক্রো-ম্যাগনন
(c) জাভা এপম্যান
(d) পিকিং মানব
উত্তর: A
প্রশ্ন:৬
ক্রো-ম্যাগননের জীবাশ্ম দেখা যায়—
(a) শিবালিক পর্বত—ভারত
(b) আফ্রিকা
(c) ফ্রান্স
(d) নিয়ানডার উপত্যকা—জার্মানি
উত্তর: C
প্রশ্ন:৭
মানুষের পূর্ব পুরুষদের মধ্যে কার ক্রেনিয়ামের আয়তন 1000 cc-এর বেশি ?
(a) Homo habilis
(b) Homo erectus
(c) Ramapithecus
(d) Homo erectus neanderthalensis
উত্তর: D
প্রশ্ন:৮
সবথেকে প্রথম মানুষের নাম ছিল—
(a) Homo erectus
(b) Homo habilis
(c) Australopithecus
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:৯
জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম—
(a) Australopithecus
(b) Homo erectus
(c) Homo habilis
(d) Homo sapiens
উত্তর: B
প্রশ্ন:১০
পিথেক্যানথ্রোপাস কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
(a) আফ্রিকা
(b) জার্মানি
(c) জাভা
(d) চিন
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment