বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
এপ-এর ফোরামেন ম্যাগনাম হল—
(a) পৃষ্ঠীয়
(b) পার্শ্বীয়
(c) অঙ্কীয়
(d) পশ্চাদবর্তী
উত্তর: D
✸✸✸প্রশ্ন:২
কোনটি মানুষের খুব কাছাকাছি ?
(a) গিবন
(b) ড্রায়ােপিথেকাস
(c) ওরাং ওটাং
(d) প্রােকনসাল
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
পিল্টডাউন মানুষ আবিষ্কৃত হয়—
(a) 1912
(b) 1911
(c) 1910
(d) 1909
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
হার্ডি উইনবার্গ তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয় ?
(a) জেনেটিক ড্রিফট
(b) জেনেটিক ইকুইলিব্রিয়াম
(c) জেনেটিক কমপ্যাটিবিলিটি
(d) জেনেটিক কোড
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
নিয়ানডারথাল মানুষের জীবাশ্ম প্রথম আবিষ্কার হয়েছিল—
(a) 1994
(b) 1868
(c) 1924
(d) 1856
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
টাঙ্গ বেবি হল—
(a) পিল্টডাউন মানুষ
(b) অস্ট্রালােপিথেকাস
(c) ড্রায়ােপিথেকাস
(d) পিকিং মানুষ
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
অস্ট্রালােপিথেকাস-এর জীবাশ্ম দেখা যায়—
(a) আমেরিকা
(b) দঃ পূঃ এশিয়া
(c) আফ্রিকা
(d) অস্ট্রেলিয়া
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
কোনটির ক্রেনিয়াল ক্যাপাসিটি কম ?
(a) ওরাং ওটাং
(b) রেসাস বাঁদর
(c) গরিলা
(d) শিম্পাঞ্জি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কসমােজোয়িক মতবাদটি প্রস্তাবিত করেন—
(a) পাস্তুর
(b) রিকটার
(c) ওপারিন
(d) আরহেনিয়াস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
মানুষের ফোরামেন ম্যাগনাম হল—
(a) পৃষ্ঠীয়
(b) অঙ্কীয়
(c) পার্শ্বীয়
(d) অগ্রবর্তী
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment