নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
এপ-এর ফোরামেন ম্যাগনাম হল—
(a) পৃষ্ঠীয়
(b) পার্শ্বীয়
(c) অঙ্কীয়
(d) পশ্চাদবর্তী
উত্তর: D
✸✸✸প্রশ্ন:২
কোনটি মানুষের খুব কাছাকাছি ?
(a) গিবন
(b) ড্রায়ােপিথেকাস
(c) ওরাং ওটাং
(d) প্রােকনসাল
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
পিল্টডাউন মানুষ আবিষ্কৃত হয়—
(a) 1912
(b) 1911
(c) 1910
(d) 1909
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
হার্ডি উইনবার্গ তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয় ?
(a) জেনেটিক ড্রিফট
(b) জেনেটিক ইকুইলিব্রিয়াম
(c) জেনেটিক কমপ্যাটিবিলিটি
(d) জেনেটিক কোড
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
নিয়ানডারথাল মানুষের জীবাশ্ম প্রথম আবিষ্কার হয়েছিল—
(a) 1994
(b) 1868
(c) 1924
(d) 1856
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
টাঙ্গ বেবি হল—
(a) পিল্টডাউন মানুষ
(b) অস্ট্রালােপিথেকাস
(c) ড্রায়ােপিথেকাস
(d) পিকিং মানুষ
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
অস্ট্রালােপিথেকাস-এর জীবাশ্ম দেখা যায়—
(a) আমেরিকা
(b) দঃ পূঃ এশিয়া
(c) আফ্রিকা
(d) অস্ট্রেলিয়া
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
কোনটির ক্রেনিয়াল ক্যাপাসিটি কম ?
(a) ওরাং ওটাং
(b) রেসাস বাঁদর
(c) গরিলা
(d) শিম্পাঞ্জি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কসমােজোয়িক মতবাদটি প্রস্তাবিত করেন—
(a) পাস্তুর
(b) রিকটার
(c) ওপারিন
(d) আরহেনিয়াস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
মানুষের ফোরামেন ম্যাগনাম হল—
(a) পৃষ্ঠীয়
(b) অঙ্কীয়
(c) পার্শ্বীয়
(d) অগ্রবর্তী
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment