ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মােটামুটি অসফলতার হার হল—
(a) 4℅
(b) 1%
(c) 20%
(d) 23%
উত্তর: A
প্রশ্ন:২
পলিমারেজ চেন রিঅ্যাকশন (PCR) যা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তা হল—
(a) ম্যালেরিয়া
(b) গুটি বসন্ত
(c) জেনিটাল হারপিস
(d) হাম
উত্তর: C
প্রশ্ন:৩
একটি সাপ্তাহিক মৌখিক গর্ভনিরােধক বড়ি হল—
(a) মালা
(b) সহেলী
(c) সহেলী-2
(d) মালা-A
উত্তর: B
প্রশ্ন:৪
জন্মহার নিয়ন্ত্রণের একটি রাসায়নিক পদ্ধতি হল—
(a) ডায়াফ্রাম
(b) ক্রিম অথবা জেলি
(c) লুপ
(d) কনডােম
উত্তর: B
প্রশ্ন:৫
গনােরিয়া এবং সিফিলিস হল একটি কমন রােগ, যা দেখা যায়—
(a) এশিয়ার দেশগুলির মধ্যে
(b) সমগ্র বিশ্বে
(c) আফ্রিকার দেশগুলির মধ্যে
(d) ইউরােপীয় দেশগুলির মধ্যে
উত্তর: B
প্রশ্ন:৬
AIDS- এর ক্ষেত্রে ইনকিউবেশনের সময় হল—
(a) 7 মাস থেকে 11 বছর
(b) 4 মাস থেকে 8 বছর
(c) 5 মাস থেকে 9 বছর
(d) 6 মাস থেকে 10 বছর
উত্তর: D
প্রশ্ন:৭
MTP কথাটির পুরাে অর্থ হল—
(a) Medical termination of pregnancy
(b) Multitrade practices
(c) Malthusian treatise on population
(d) Multiple temporary frequency
উত্তর: A
প্রশ্ন:৮
এর মধ্যে কোন্ ভিটামিনটি অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন ?
(a) ভিটামিন E
(b) ভিটামিন A
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
উত্তর: A
প্রশ্ন:৯
MTP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
(a) 15 সপ্তাহ
(b) 12 সপ্তাহ
(c) 10 সপ্তাহ
(d) 20 সপ্তাহ
উত্তর: B
প্রশ্ন:১০
সিফিলিসের নিশ্চয়তা পরীক্ষা হল—
(a) DNA সংকরায়ণ
(b) PCR
(c) ELISA
(d) VDRL
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment