নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মােটামুটি অসফলতার হার হল—
(a) 4℅
(b) 1%
(c) 20%
(d) 23%
উত্তর: A
প্রশ্ন:২
পলিমারেজ চেন রিঅ্যাকশন (PCR) যা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তা হল—
(a) ম্যালেরিয়া
(b) গুটি বসন্ত
(c) জেনিটাল হারপিস
(d) হাম
উত্তর: C
প্রশ্ন:৩
একটি সাপ্তাহিক মৌখিক গর্ভনিরােধক বড়ি হল—
(a) মালা
(b) সহেলী
(c) সহেলী-2
(d) মালা-A
উত্তর: B
প্রশ্ন:৪
জন্মহার নিয়ন্ত্রণের একটি রাসায়নিক পদ্ধতি হল—
(a) ডায়াফ্রাম
(b) ক্রিম অথবা জেলি
(c) লুপ
(d) কনডােম
উত্তর: B
প্রশ্ন:৫
গনােরিয়া এবং সিফিলিস হল একটি কমন রােগ, যা দেখা যায়—
(a) এশিয়ার দেশগুলির মধ্যে
(b) সমগ্র বিশ্বে
(c) আফ্রিকার দেশগুলির মধ্যে
(d) ইউরােপীয় দেশগুলির মধ্যে
উত্তর: B
প্রশ্ন:৬
AIDS- এর ক্ষেত্রে ইনকিউবেশনের সময় হল—
(a) 7 মাস থেকে 11 বছর
(b) 4 মাস থেকে 8 বছর
(c) 5 মাস থেকে 9 বছর
(d) 6 মাস থেকে 10 বছর
উত্তর: D
প্রশ্ন:৭
MTP কথাটির পুরাে অর্থ হল—
(a) Medical termination of pregnancy
(b) Multitrade practices
(c) Malthusian treatise on population
(d) Multiple temporary frequency
উত্তর: A
প্রশ্ন:৮
এর মধ্যে কোন্ ভিটামিনটি অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন ?
(a) ভিটামিন E
(b) ভিটামিন A
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
উত্তর: A
প্রশ্ন:৯
MTP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
(a) 15 সপ্তাহ
(b) 12 সপ্তাহ
(c) 10 সপ্তাহ
(d) 20 সপ্তাহ
উত্তর: B
প্রশ্ন:১০
সিফিলিসের নিশ্চয়তা পরীক্ষা হল—
(a) DNA সংকরায়ণ
(b) PCR
(c) ELISA
(d) VDRL
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment