প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মােটামুটি অসফলতার হার হল—
(a) 4℅
(b) 1%
(c) 20%
(d) 23%
উত্তর: A
প্রশ্ন:২
পলিমারেজ চেন রিঅ্যাকশন (PCR) যা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তা হল—
(a) ম্যালেরিয়া
(b) গুটি বসন্ত
(c) জেনিটাল হারপিস
(d) হাম
উত্তর: C
প্রশ্ন:৩
একটি সাপ্তাহিক মৌখিক গর্ভনিরােধক বড়ি হল—
(a) মালা
(b) সহেলী
(c) সহেলী-2
(d) মালা-A
উত্তর: B
প্রশ্ন:৪
জন্মহার নিয়ন্ত্রণের একটি রাসায়নিক পদ্ধতি হল—
(a) ডায়াফ্রাম
(b) ক্রিম অথবা জেলি
(c) লুপ
(d) কনডােম
উত্তর: B
প্রশ্ন:৫
গনােরিয়া এবং সিফিলিস হল একটি কমন রােগ, যা দেখা যায়—
(a) এশিয়ার দেশগুলির মধ্যে
(b) সমগ্র বিশ্বে
(c) আফ্রিকার দেশগুলির মধ্যে
(d) ইউরােপীয় দেশগুলির মধ্যে
উত্তর: B
প্রশ্ন:৬
AIDS- এর ক্ষেত্রে ইনকিউবেশনের সময় হল—
(a) 7 মাস থেকে 11 বছর
(b) 4 মাস থেকে 8 বছর
(c) 5 মাস থেকে 9 বছর
(d) 6 মাস থেকে 10 বছর
উত্তর: D
প্রশ্ন:৭
MTP কথাটির পুরাে অর্থ হল—
(a) Medical termination of pregnancy
(b) Multitrade practices
(c) Malthusian treatise on population
(d) Multiple temporary frequency
উত্তর: A
প্রশ্ন:৮
এর মধ্যে কোন্ ভিটামিনটি অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন ?
(a) ভিটামিন E
(b) ভিটামিন A
(c) ভিটামিন D
(d) ভিটামিন C
উত্তর: A
প্রশ্ন:৯
MTP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
(a) 15 সপ্তাহ
(b) 12 সপ্তাহ
(c) 10 সপ্তাহ
(d) 20 সপ্তাহ
উত্তর: B
প্রশ্ন:১০
সিফিলিসের নিশ্চয়তা পরীক্ষা হল—
(a) DNA সংকরায়ণ
(b) PCR
(c) ELISA
(d) VDRL
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment