নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
হিমােফিলিয়া একটি জিন ঘটিত অস্বাভাবিকতা, যার ফলে—
(a) রক্ততঞ্চন ঘটে না
(b) লােহিতকণিকার সংখ্যা জানা যায়
(c) রক্তবাহে রক্ত জমাট বাঁধে না
(d) রক্ততঞ্চন বিলম্বিত হয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:২
স্টিভেন এবং উইলসন আবিষ্কার করেন—
(a) X-লিংকড ইনহেরিট্যান্স
(b) Y-লিংকড হেরেডিটি
(c) সেক্স ক্রোমােজোম (X এবং Y)
(d) অটোজোমজনিত রােগ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
একটি দ্বিসংকর ক্রসের ফলে F2 জনুর জিনােটাইপের অনুপাত হবে—
(a) 1:2:1
(b) 9:3:3:1
(c) 1:1:1:1
(d) 1:2:2:4:1:2:1:1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
ক্রসিংওভারে অংশগ্রহণকারী DNA-র অংশটি হল—
(a) রেকন
(b) মিউটন
(c) সিসট্ৰন
(d) রেপ্লিকন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৫
সাধারণভাবে মিউটেশনের প্রকৃতি হয়—
(a) সম্পূর্ণ প্রকট
(b) অসম্পূর্ণ প্রকট
(c) সহ-প্রকট
(d) প্রচ্ছন্ন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
বংশগতির ধারককে বলে—
(a) জিন
(b) ক্রোমোজোম
(c) গ্যামেটোসাইট
(d) গ্যামেট
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
ডাউন সিন্ড্রোমের কারণটি হল—
(a) ক্রোমােজোমের ননডিসজাংশন
(b) ক্রসিংওভার
(c) লিংকেজ
(d) সেক্স লিংকড উত্তরাধিকার
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৮
মেন্ডেলের প্রথম সূত্রকে বলে—
(a) প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র
(b) স্বাধীনবন্টনের সূত্র
(c) পৃথকভবনের সূত্র
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
একজন ব্যক্তির XXXY অবস্থায় দেখায়—
(a) বারবডি
(b) ক্লাইনফেল্টার সিন্ড্রোম
(c) টার্নার সিন্ড্রোম
(d) a এবং b উভয়ই
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
নীচের কোন্ বৈশিষ্ট্যটি মটরগাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন ?
(a) লম্বা কান্ড
(b) গােল বীজ
(c) কুঞ্চিত বীজ
(d) হলদে বীজত্বক
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment