নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
ওপারিনের অ্যাবায়ােজেনিক মতবাদ অনুযায়ী প্রথম সৃষ্ট সরলতম জৈব সবকটি অণু হল—
(a) জৈব অ্যাসিড
(b) হাইড্রোকার্বন
(c) কার্বোহাইড্রেট
(d) প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:২
নীচের কোনটি ডারউইনের মতবাদকে সমর্থন করে ?
(a) অস্তিত্বের জন্য সংগ্রাম
(b) এনটামােফাইলি
(c) কৃত্রিম নির্বাচন
(d) সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৩
নীচের কোনটি আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করত ?
(a) অ্যামােনিয়া ও হিলিয়াম
(b) জলীয় বাষ্প ও আর্গন
(c) অক্সিজেন ও হাইড্রোজেন
(d) হাইড্রোজেন ও মিথেন
উত্তর: D
প্রশ্ন:৪
কোন্ পদ্ধতির জননের ফলে প্রজাতির মধ্যে বংশগত ও বিবর্তনজনিত পরিবর্তন বেশি দেখা যায় ?
(a) ফিশন
(b) বাডিং
(c) অযৌন জনন
(d) যৌন জনন
উত্তর: D
প্রশ্ন:৫
প্রথম সৃষ্ট অরগ্যানিজম বিক্রিয়ায় কেবলমাত্র ব্যবহৃত হয়—
(a) DNA
(b) অ্যামাইনো অ্যাসিড
(c) ফ্যাটি অ্যাসিড
(d) RNA
উত্তর: D
প্রশ্ন:৬
ডারউইনের ‘প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব’ কোনটির ব্যাখ্যা দেয়নি ?
(a) যােগ্যতমের উদবর্তন
(b) যােগ্যতমের আবির্ভাব
(c) অত্যধিক বংশবৃদ্ধি
(d) অস্তিত্বের জন্য সংগ্রাম
উত্তর: B
প্রশ্ন:৭
‘অরিজিন অফ লাইফ’ এর আর এক নাম হল—
(a) বায়ােজেনেসিস
(b) প্রােটোবায়ােজেনেসিস
(c) বায়ােপােয়েসিস
(d) সবকটি
উত্তর: D
প্রশ্ন:৮
ডারউইনের মতবাদ নীচের কোনটির ব্যাখ্যা দিতে পারেনি ?
(a) প্রকৃতির ক্রিয়া
(b) অত্যধিক বংশবৃদ্ধি
(c) যােগ্যতমের উদবর্তন
(d) প্রকরণের উৎস
উত্তর: D
প্রশ্ন:৯
বায়ােলজিতে ‘অভিব্যক্তি’র অর্থ হল—
(a) জীবাশ্মগুলি খুব পুরােনাে
(b) সমুদ্রজলেই জীবন সৃষ্টি হয়
(c) সজীব বস্তু সতত পরিবর্তনশীল
(d) বনমানুষ থেকে মানুষ সৃষ্টি হয়েছে
উত্তর: C
প্রশ্ন:১০
জীবের স্বতঃস্ফুর্ত উদ্ভবতত্ত্বের প্রথম বিরােধিতা করেন—
(a) রেডি
(b) পাস্তুর
(c) ওপারিন
(d) উরে ও মিলার
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment