বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
মানুষের গৌণ পরডিম্বাণুতে ক্রোমােজোমের সংখ্যা হল—
(a) 23
(b) 46
(c) 18
(d) 20
উত্তর: A
প্রশ্ন:২
নীচের কোনটি শেষ হওয়ার পর LH-এর প্রভাবে ডিম্বাশয় থেকে পরডিম্বাণু/ঊসাইট নির্গত হয় ?
(a) মিয়ােসিস এবং মেরুডিম্ব নির্গত করার আগে
(b) মিয়ােসিস-I এবং মেরুডিম্ব নির্গত করার আগে
(c) মিয়ােসিস
(d) মিয়ােসিস-I এবং মেরুডিম্ব নির্গত করার পরে
উত্তর: D
প্রশ্ন:৩
ডিম্বাণুর ঠিক ওপরে আবৃতকারী মােটা স্তরটি হল—
(a) জোনা পেলুসিডা
(b) মেমব্রেনা গ্র্যানুলোসা
(c) করােনা রেডিয়েটা
(d) থিকা ইনটারনা
উত্তর: A
প্রশ্ন:৪
যে প্রক্রিয়ায় ডিম্বাণু গঠিত হয় তাকে বলে—
(a) ডিম্বাণু নিঃসরণ
(b) ডিম্বাণু উৎপাদন
(c) ডিম্বাণুর সমতা
(d) ডিম্বাণুর অবস্থান
উত্তর: B
প্রশ্ন:৫
নীচের কোনটি হওয়ার সময় পােলার বডির উৎপাদন ঘটে ?
(a) শুক্রাণু উৎপাদন
(b) ডিম্বাণু উৎপাদন
(c) ডিম্বাণু
(d) শুক্রাণু
উত্তর: B
প্রশ্ন:৬
45 বছর পর স্ত্রীলােকের জনন ক্ষমতা লােপ পাওয়াকে বলে—
(a) রজঃচক্র
(b) বার্ধক্যপ্রাপ্তি
(c) রজঃনিবৃত্তি
(d) রজোদর্শন
উত্তর: C
প্রশ্ন:৭
কাদের রজঃচক্র ঘটে ?
(a) স্ত্রীলােকদের
(b) স্ত্রীস্তন্যপায়ীদের
(c) স্ত্রীপ্রাইমেটে
(d) খরগােশে
উত্তর: C
প্রশ্ন:৮
নীচের কোনটি পরিবর্তিত হয়ে স্তনগ্রন্থি তৈরি করে ?
(a) ঘর্মগ্রন্থি
(b) সিবেসিয়াস গ্রন্থি
(c) মেইরােনিয়ান গ্রন্থি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
স্ত্রীলােকের ডিম্বনালির প্রশস্ত শেষ অংশকে বলে—
(a) জরায়ু
(b) ফ্যালােপিয়ান নল
(c) ফিমব্রিয়াযুক্ত অংশ
(d) ভেস্টিবিউল
উত্তর: C
প্রশ্ন:১০
সারভিক্স বা জরায়ু কণ্ঠের অবস্থান—
(a) বৃক্কে
(b) ফ্যালােপিয়ান নলে
(c) জরায়ু এবং যােনির মধ্যবর্তী স্থানে
(d) শুক্ৰসঞ্চয়ী সংবর্তনালিতে
উত্তর: C
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment