ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
অভূমিষ্ঠ সন্তানদের বংশগত এবং বিপাকীয় ত্রুটি নির্ণয়ের পরীক্ষাটিকে বলে—
(a) অ্যামনিওসেনটেসিস
(b) এরিথ্রোব্লাস্টোসিস
(c) অ্যানজিওগ্রাম
(d) ক্লটিং পরীক্ষা বা তঞ্চন পরীক্ষা
উত্তর: A
প্রশ্ন:২
‘সহেলী’ স্ত্রীলােকেদের একটি গর্ভনিরােধক বড়ি, যা তৈরি হয়—
(a) AIMS, দিল্লি
(b) IICB, কলকাতা
(c) SG PG, লখনউ
(d) CDRI, লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
এর মধ্যে কোনটি মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের জন্য দায়ী ?
(a) ব্যাকটেরিয়া
(b) মাইকোপ্লাজমা
(c) ভাইরাস
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরােধক বড়ির একটি উপাদান ?
(a) অক্সিটোসিন
(b) রিলাক্সিন
(c) প্রোজেস্টেরন
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি জন্মহার নিয়ন্ত্রণের একটি সুরক্ষিত পদ্ধতি ?
(a) রিদিম বা নিরাপদ সময় পদ্ধতি
(b) অবাঞ্চিত গর্ভাবস্থার পরিসমাপ্তি
(c) বন্ধ্যাত্বকরণ পদ্ধতি
(d) ভৌত প্রতিবন্ধক
উত্তর: C
প্রশ্ন:৬
যদি কোনাে জনসংখ্যার জন্মহার মৃত্যুহারের সমান হয়, তাহলে—
(a) জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য
(b) জনাধিক্য
(c) ক্রমবর্ধমান জনসংখ্যা
(d) হ্রাসপ্রাপ্ত জনসংখ্যা
উত্তর: A
প্রশ্ন:৭
স্ত্রীলােকের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা ঋতুচক্রকে স্থগিত রাখা যায় তা হল—
(a) FSH এবং LH
(b) ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন
(c) কেবলমাত্র FSH
(d) কেবলমাত্র LH
উত্তর: B
প্রশ্ন:৮
জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে এর মধ্যে কোন্টি ব্যবহার করা হয় ?
(a) ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন
(b) IUCD এবং MTP
(c) টিউবেকটোমি এবং ভাসেকটোমি
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৯
এর মধ্যে যৌনগতভাবে সঞ্চারিত (STD) কোন্ রােগটি তার নির্দিষ্ট প্যাথােজেনের সঙ্গে মিলছে ?
(a) AIDS– Bacillus anthracis
(b) ইউরেথ্রাইটিস– Entamoeba gingivalis
(c) গনোরিয়া– Leishmania donovani
(d) সিফিলিস– Treponema pallidum
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনগুলি ভাইরাসঘটিত রােগ ?
(a) গনােরিয়া
(b) সিফিলিস
(c) অ্যামিবায়ােসিস
(d) HBV, AIDS
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment