🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
অভূমিষ্ঠ সন্তানদের বংশগত এবং বিপাকীয় ত্রুটি নির্ণয়ের পরীক্ষাটিকে বলে—
(a) অ্যামনিওসেনটেসিস
(b) এরিথ্রোব্লাস্টোসিস
(c) অ্যানজিওগ্রাম
(d) ক্লটিং পরীক্ষা বা তঞ্চন পরীক্ষা
উত্তর: A
প্রশ্ন:২
‘সহেলী’ স্ত্রীলােকেদের একটি গর্ভনিরােধক বড়ি, যা তৈরি হয়—
(a) AIMS, দিল্লি
(b) IICB, কলকাতা
(c) SG PG, লখনউ
(d) CDRI, লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
এর মধ্যে কোনটি মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের জন্য দায়ী ?
(a) ব্যাকটেরিয়া
(b) মাইকোপ্লাজমা
(c) ভাইরাস
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরােধক বড়ির একটি উপাদান ?
(a) অক্সিটোসিন
(b) রিলাক্সিন
(c) প্রোজেস্টেরন
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি জন্মহার নিয়ন্ত্রণের একটি সুরক্ষিত পদ্ধতি ?
(a) রিদিম বা নিরাপদ সময় পদ্ধতি
(b) অবাঞ্চিত গর্ভাবস্থার পরিসমাপ্তি
(c) বন্ধ্যাত্বকরণ পদ্ধতি
(d) ভৌত প্রতিবন্ধক
উত্তর: C
প্রশ্ন:৬
যদি কোনাে জনসংখ্যার জন্মহার মৃত্যুহারের সমান হয়, তাহলে—
(a) জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য
(b) জনাধিক্য
(c) ক্রমবর্ধমান জনসংখ্যা
(d) হ্রাসপ্রাপ্ত জনসংখ্যা
উত্তর: A
প্রশ্ন:৭
স্ত্রীলােকের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা ঋতুচক্রকে স্থগিত রাখা যায় তা হল—
(a) FSH এবং LH
(b) ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন
(c) কেবলমাত্র FSH
(d) কেবলমাত্র LH
উত্তর: B
প্রশ্ন:৮
জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে এর মধ্যে কোন্টি ব্যবহার করা হয় ?
(a) ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন
(b) IUCD এবং MTP
(c) টিউবেকটোমি এবং ভাসেকটোমি
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৯
এর মধ্যে যৌনগতভাবে সঞ্চারিত (STD) কোন্ রােগটি তার নির্দিষ্ট প্যাথােজেনের সঙ্গে মিলছে ?
(a) AIDS– Bacillus anthracis
(b) ইউরেথ্রাইটিস– Entamoeba gingivalis
(c) গনোরিয়া– Leishmania donovani
(d) সিফিলিস– Treponema pallidum
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনগুলি ভাইরাসঘটিত রােগ ?
(a) গনােরিয়া
(b) সিফিলিস
(c) অ্যামিবায়ােসিস
(d) HBV, AIDS
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment