ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
বর্তমান মানুষের সঙ্গে কার মিল বেশি পাওয়া যায় ?
(a) অস্ট্রালােপিথেকাস
(b) জাভা মানুষ
(c) ক্রো-ম্যাগনন
(d) নিয়ানডারথাল
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
হােমো ইরেক্টাস-এর ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1000 cc
(b) 500 cc
(c) 1075 cc
(d) 6500 cc
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
কার ক্রেনিয়ালের আয়তন সবচেয়ে কম ?
(a) আধুনিক মানুষের
(b) জাভা মানুষের
(c) নিয়ানডারথাল মানুষের
(d) ক্রো-ম্যাগনন মানুষের
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
কোনটির সঙ্গে মানুষের মিল পাওয়া যায় ?
(a) হােমাে ইরেক্টাস
(b) হােমাে হ্যাবিলিস
(c) ক্রো-ম্যাগনন মানুষ
(d) নিয়ানডারথাল মানুষ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
নীচের কোন্ প্রাণীটি সর্বপ্রথম সােজা হয়ে দাঁড়াতে পারত ?
(a) পিকিং মানুষ
(b) জাভা মানুষ
(c) ক্রো-ম্যাগনন
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
শিবালিক পাহাড়ে কোন্ মানুষের জীবাশ্ম পাওয়া গেছে ?
(a) অস্ট্রালােপিথেকাসের
(b) রামাপিথেকাসের
(c) হােমো ইরেক্টাসের
(d) হােমাে হ্যাবিলিসের
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
নীচের কোন্ প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক খুব কাছের ?
(a) গােরিলা
(b) ওরাং ওটাং
(c) গিবন
(d) সিন্যানথ্রোপাস
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
নিয়ানডারথাল মানুষের ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1300 cc
(b) 1450 cc
(c) 1100 cc
(d) 1200 cc
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
মানুষের ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1000 cc
(b) 1470 cc
(c) 1700 cc
(d) 915 cc
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
কার ক্রেনিয়ালের আয়তন সবচেয়ে বেশি ?
(a) জাভা মানুষের
(b) আধুনিক মানুষের
(c) ক্রো-ম্যাগনন মানুষের
(d) নিয়ানডারথাল মানুষের
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment