নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
বর্তমান মানুষের সঙ্গে কার মিল বেশি পাওয়া যায় ?
(a) অস্ট্রালােপিথেকাস
(b) জাভা মানুষ
(c) ক্রো-ম্যাগনন
(d) নিয়ানডারথাল
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
হােমো ইরেক্টাস-এর ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1000 cc
(b) 500 cc
(c) 1075 cc
(d) 6500 cc
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
কার ক্রেনিয়ালের আয়তন সবচেয়ে কম ?
(a) আধুনিক মানুষের
(b) জাভা মানুষের
(c) নিয়ানডারথাল মানুষের
(d) ক্রো-ম্যাগনন মানুষের
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
কোনটির সঙ্গে মানুষের মিল পাওয়া যায় ?
(a) হােমাে ইরেক্টাস
(b) হােমাে হ্যাবিলিস
(c) ক্রো-ম্যাগনন মানুষ
(d) নিয়ানডারথাল মানুষ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
নীচের কোন্ প্রাণীটি সর্বপ্রথম সােজা হয়ে দাঁড়াতে পারত ?
(a) পিকিং মানুষ
(b) জাভা মানুষ
(c) ক্রো-ম্যাগনন
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
শিবালিক পাহাড়ে কোন্ মানুষের জীবাশ্ম পাওয়া গেছে ?
(a) অস্ট্রালােপিথেকাসের
(b) রামাপিথেকাসের
(c) হােমো ইরেক্টাসের
(d) হােমাে হ্যাবিলিসের
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
নীচের কোন্ প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক খুব কাছের ?
(a) গােরিলা
(b) ওরাং ওটাং
(c) গিবন
(d) সিন্যানথ্রোপাস
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
নিয়ানডারথাল মানুষের ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1300 cc
(b) 1450 cc
(c) 1100 cc
(d) 1200 cc
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
মানুষের ক্রেনিয়ালের আয়তন হল—
(a) 1000 cc
(b) 1470 cc
(c) 1700 cc
(d) 915 cc
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
কার ক্রেনিয়ালের আয়তন সবচেয়ে বেশি ?
(a) জাভা মানুষের
(b) আধুনিক মানুষের
(c) ক্রো-ম্যাগনন মানুষের
(d) নিয়ানডারথাল মানুষের
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment