ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি পুরুষদের গৌণ যৌনাঙ্গ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) প্রস্টেট
(d) কাউপার গ্রন্থি
উত্তর: C, D
প্রশ্ন:২
কোনগুলি রজঃচক্রের অন্তর্গত ?
(a) রজঃস্রাবীয় দশা
(b) প্রাক্-রজঃস্রাবীয় দশা
(c) নিরাময় দশা
(d) নিষিক্তকরণ
উত্তর: A, B, C
প্রশ্ন:৩
নীচের কোন্ অংশগুলি স্ত্রীজননতন্ত্রের বাহ্যিক অংশ ?
(a) জরায়ু
(b) ক্লাইটোরিস
(c) ডিম্বাশয়
(d) লেবিয়া মেজোরা
উত্তর: B, D
প্রশ্ন:৪
নীচের কোনগুলি ভ্ৰূণ গঠনের সঙ্গে জড়িত ?
(a) মরুলা
(b) ব্লাস্টুলা
(c) গ্যাস্ট্রুলা
(d) ওভিউলেশন
উত্তর: A, B, C
প্রশ্ন:৫
নীচের কোনগুলি স্ত্রীজননতন্ত্রের অংশ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) জরায়ু
(d) ডিম্বনালি
উত্তর: B, C, D
প্রশ্ন:৬
নীচের কোন্ দুটি অ্যাগ্লুটিনেশনের সঙ্গে জড়িত ?
(a) স্পার্মাটোজেনেসিস
(b) ঊজেনেসিস
(c) ফার্টিলাইজিন
(d) অ্যান্টিফার্টিলাইজিন
উত্তর: C, D
প্রশ্ন:৭
নীচের কোনগুলি ডিম্বাণুর অংশ ?
(a) অ্যাক্রোজোম
(b) ভাইটেলাইন পর্দা
(c) মাইটোকন্ড্রিয়া
(d) জোনা পেলুসিডা
উত্তর: B, D
প্রশ্ন:৮
নীচের কোনগুলি ডিম্বাশয়ের অংশ ?
(a) শুক্রাণু
(b) ডিম্বথলি
(c) পীতগ্রন্থি
(d) স্পার্মাটিড
উত্তর: B, C
প্রশ্ন:৯
নীচের কোন্ দুটি পুংজননতন্ত্রের অংশ ?
(a) এপিডিডাইমিস
(b) ফ্যালােপিয়ান নালি
(c) ফিমব্রি
(d) শুক্রথলি
উত্তর: A, D
প্রশ্ন:১০
নীচের কোন্ দুটি পুরুষদের হরমােন ?
(a) টেস্টোস্টেরন
(b) ইনহিবিন
(c) প্রােজেস্টেরন
(d) ইস্ট্রোজেন
উত্তর: A, B
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment