দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি পুরুষদের গৌণ যৌনাঙ্গ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) প্রস্টেট
(d) কাউপার গ্রন্থি
উত্তর: C, D
প্রশ্ন:২
কোনগুলি রজঃচক্রের অন্তর্গত ?
(a) রজঃস্রাবীয় দশা
(b) প্রাক্-রজঃস্রাবীয় দশা
(c) নিরাময় দশা
(d) নিষিক্তকরণ
উত্তর: A, B, C
প্রশ্ন:৩
নীচের কোন্ অংশগুলি স্ত্রীজননতন্ত্রের বাহ্যিক অংশ ?
(a) জরায়ু
(b) ক্লাইটোরিস
(c) ডিম্বাশয়
(d) লেবিয়া মেজোরা
উত্তর: B, D
প্রশ্ন:৪
নীচের কোনগুলি ভ্ৰূণ গঠনের সঙ্গে জড়িত ?
(a) মরুলা
(b) ব্লাস্টুলা
(c) গ্যাস্ট্রুলা
(d) ওভিউলেশন
উত্তর: A, B, C
প্রশ্ন:৫
নীচের কোনগুলি স্ত্রীজননতন্ত্রের অংশ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) জরায়ু
(d) ডিম্বনালি
উত্তর: B, C, D
প্রশ্ন:৬
নীচের কোন্ দুটি অ্যাগ্লুটিনেশনের সঙ্গে জড়িত ?
(a) স্পার্মাটোজেনেসিস
(b) ঊজেনেসিস
(c) ফার্টিলাইজিন
(d) অ্যান্টিফার্টিলাইজিন
উত্তর: C, D
প্রশ্ন:৭
নীচের কোনগুলি ডিম্বাণুর অংশ ?
(a) অ্যাক্রোজোম
(b) ভাইটেলাইন পর্দা
(c) মাইটোকন্ড্রিয়া
(d) জোনা পেলুসিডা
উত্তর: B, D
প্রশ্ন:৮
নীচের কোনগুলি ডিম্বাশয়ের অংশ ?
(a) শুক্রাণু
(b) ডিম্বথলি
(c) পীতগ্রন্থি
(d) স্পার্মাটিড
উত্তর: B, C
প্রশ্ন:৯
নীচের কোন্ দুটি পুংজননতন্ত্রের অংশ ?
(a) এপিডিডাইমিস
(b) ফ্যালােপিয়ান নালি
(c) ফিমব্রি
(d) শুক্রথলি
উত্তর: A, D
প্রশ্ন:১০
নীচের কোন্ দুটি পুরুষদের হরমােন ?
(a) টেস্টোস্টেরন
(b) ইনহিবিন
(c) প্রােজেস্টেরন
(d) ইস্ট্রোজেন
উত্তর: A, B
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment