নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
কোনগুলি পুরুষদের গৌণ যৌনাঙ্গ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) প্রস্টেট
(d) কাউপার গ্রন্থি
উত্তর: C, D
প্রশ্ন:২
কোনগুলি রজঃচক্রের অন্তর্গত ?
(a) রজঃস্রাবীয় দশা
(b) প্রাক্-রজঃস্রাবীয় দশা
(c) নিরাময় দশা
(d) নিষিক্তকরণ
উত্তর: A, B, C
প্রশ্ন:৩
নীচের কোন্ অংশগুলি স্ত্রীজননতন্ত্রের বাহ্যিক অংশ ?
(a) জরায়ু
(b) ক্লাইটোরিস
(c) ডিম্বাশয়
(d) লেবিয়া মেজোরা
উত্তর: B, D
প্রশ্ন:৪
নীচের কোনগুলি ভ্ৰূণ গঠনের সঙ্গে জড়িত ?
(a) মরুলা
(b) ব্লাস্টুলা
(c) গ্যাস্ট্রুলা
(d) ওভিউলেশন
উত্তর: A, B, C
প্রশ্ন:৫
নীচের কোনগুলি স্ত্রীজননতন্ত্রের অংশ ?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) জরায়ু
(d) ডিম্বনালি
উত্তর: B, C, D
প্রশ্ন:৬
নীচের কোন্ দুটি অ্যাগ্লুটিনেশনের সঙ্গে জড়িত ?
(a) স্পার্মাটোজেনেসিস
(b) ঊজেনেসিস
(c) ফার্টিলাইজিন
(d) অ্যান্টিফার্টিলাইজিন
উত্তর: C, D
প্রশ্ন:৭
নীচের কোনগুলি ডিম্বাণুর অংশ ?
(a) অ্যাক্রোজোম
(b) ভাইটেলাইন পর্দা
(c) মাইটোকন্ড্রিয়া
(d) জোনা পেলুসিডা
উত্তর: B, D
প্রশ্ন:৮
নীচের কোনগুলি ডিম্বাশয়ের অংশ ?
(a) শুক্রাণু
(b) ডিম্বথলি
(c) পীতগ্রন্থি
(d) স্পার্মাটিড
উত্তর: B, C
প্রশ্ন:৯
নীচের কোন্ দুটি পুংজননতন্ত্রের অংশ ?
(a) এপিডিডাইমিস
(b) ফ্যালােপিয়ান নালি
(c) ফিমব্রি
(d) শুক্রথলি
উত্তর: A, D
প্রশ্ন:১০
নীচের কোন্ দুটি পুরুষদের হরমােন ?
(a) টেস্টোস্টেরন
(b) ইনহিবিন
(c) প্রােজেস্টেরন
(d) ইস্ট্রোজেন
উত্তর: A, B
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment