নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
Homo habilis-এর ‘habilis’ কথাটির অর্থ হল—
(a) যন্ত্র প্রস্তুতকারক
(b) আধুনিক মানুষ
(c) প্রাচীন মানুষ
(d) যাযাবর মানুষ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
কোন্ বৈশিষ্ট্যটি বন মানুষদের থাকে না ?
(a) ক্ষুদ্র ক্রেনিয়াম
(b) লম্বা পশ্চাদপদ
(c) প্রােগন্যাথাস মুখমণ্ডল
(d) ঘন দেহজ লোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
Homo erectus আধুনিক মানুষের থেকে কোন্ ক্ষেত্রে পৃথক ?
(a) যন্ত্র তৈরি করার ক্ষমতা
(b) বৃহৎ চোয়াল
(c) ছবি আঁকার ক্ষমতা
(d) ছােটো চোয়াল
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
নিয়ানডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার করেন—
(a) পাই
(b) ম্যাক গ্রেগর
(c) ফালরােট
(d) লাললেট
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
পিকিং মানবের সময় কাল কোনটি ?
(a) প্লিস্টোসিন
(b) প্লায়ােসিন
(c) ইয়ােসিন
(d) প্যালিওসিন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
অস্ট্রালােপিথেকাস (Australopithecus) হল—
(a) ফল খাদক
(b) মাংসাশী
(c) শাকাশী
(d) সর্বভুক
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
ক্রো-ম্যাগনন মানবের প্রকৃতি হল—
(a) শাকাশী
(b) ফল খাদক
(c) মাংসাশী
(d) রক্ত খাদক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
হােমিনিডি গােত্রের জীবিত সদস্য হল—
(a) H.erectus
(b) H.sapiens
(c) H.habilis
(d) সবগুলি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কোনটি মানুষের বৈশিষ্ট্য নয় ?
(a) শিল্পকলা দক্ষতা
(b) 900cc ক্রেনিয়াম গহ্বর
(c) ঋজু দেহ
(d) সুস্পষ্ট ভ্রু রেখা
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
নতুন প্রজাতি ও গণের উৎপত্তিকে বলে—
(a) মেগাইভােলিউশন
(b) ম্যাক্রোইভােলিউশন
(c) মাইক্রোইভােলিউশন
(d) সহবিবর্তন
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment