ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
Homo habilis-এর ‘habilis’ কথাটির অর্থ হল—
(a) যন্ত্র প্রস্তুতকারক
(b) আধুনিক মানুষ
(c) প্রাচীন মানুষ
(d) যাযাবর মানুষ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
কোন্ বৈশিষ্ট্যটি বন মানুষদের থাকে না ?
(a) ক্ষুদ্র ক্রেনিয়াম
(b) লম্বা পশ্চাদপদ
(c) প্রােগন্যাথাস মুখমণ্ডল
(d) ঘন দেহজ লোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
Homo erectus আধুনিক মানুষের থেকে কোন্ ক্ষেত্রে পৃথক ?
(a) যন্ত্র তৈরি করার ক্ষমতা
(b) বৃহৎ চোয়াল
(c) ছবি আঁকার ক্ষমতা
(d) ছােটো চোয়াল
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
নিয়ানডারথাল মানুষের জীবাশ্ম আবিষ্কার করেন—
(a) পাই
(b) ম্যাক গ্রেগর
(c) ফালরােট
(d) লাললেট
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
পিকিং মানবের সময় কাল কোনটি ?
(a) প্লিস্টোসিন
(b) প্লায়ােসিন
(c) ইয়ােসিন
(d) প্যালিওসিন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
অস্ট্রালােপিথেকাস (Australopithecus) হল—
(a) ফল খাদক
(b) মাংসাশী
(c) শাকাশী
(d) সর্বভুক
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
ক্রো-ম্যাগনন মানবের প্রকৃতি হল—
(a) শাকাশী
(b) ফল খাদক
(c) মাংসাশী
(d) রক্ত খাদক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
হােমিনিডি গােত্রের জীবিত সদস্য হল—
(a) H.erectus
(b) H.sapiens
(c) H.habilis
(d) সবগুলি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কোনটি মানুষের বৈশিষ্ট্য নয় ?
(a) শিল্পকলা দক্ষতা
(b) 900cc ক্রেনিয়াম গহ্বর
(c) ঋজু দেহ
(d) সুস্পষ্ট ভ্রু রেখা
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
নতুন প্রজাতি ও গণের উৎপত্তিকে বলে—
(a) মেগাইভােলিউশন
(b) ম্যাক্রোইভােলিউশন
(c) মাইক্রোইভােলিউশন
(d) সহবিবর্তন
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment