ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্তন্যপায়ীর শুক্রথলিতে শুক্রাশয় দুটি নেমে আসার কারণ হল—
(a) শুক্রাণুর উৎপাদন
(b) নিষেক
(c) জনন অঙ্গগুলির ক্রমবিকাশ
(d) আন্তরযন্ত্ৰীয় অঙ্গের ক্রমবিকাশ
উত্তর: A
প্রশ্ন:২
ক্রিপটোক্রিডিজম হল একটি অবস্থা যাতে—
(a) উদরগহ্বরে শুক্রাশয় স্বাভাবিক থাকা অবস্থা
(b) শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসফল হওয়া অবস্থা
(c) ডিম্বাশয় গুবারনাকুলামে থাকা অবস্থা
(d) ডিম্বাশয় নীচে নামতে অসফল অবস্থা
উত্তর: B
প্রশ্ন:৩
টিউনিকা অ্যালবুজিনিয়া কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) যকৃৎ
(b) ফুসফুস
(c) প্লিহা
(d) শুক্রাশয়
উত্তর: D
প্রশ্ন:৪
সারটোলি কোশ পাওয়া যায়—
(a) শুক্রাণু উৎপাদক নালিকায়
(b) প্রজনন কলায়
(c) এপিডিডাইমিসের প্রথমাংশে
(d) এপিডিডাইমিসের শেষাংশে
উত্তর: B
প্রশ্ন:৫
শুক্রাশয়থলিতে শুক্রাশয় নামতে অসফল হলে সেই অবস্থাকে বলে—
(a) ভ্যাসেকটোমি
(b) পুরুষত্বহীনতা
(c) টিউবেকটোমি
(d) ক্রিপটোক্রিডিজম
উত্তর: D
প্রশ্ন:৬
সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোশ হল—
(a) লেডিগ কোশ
(b) সারটোলি কোশ
(c) শুক্রাণু উৎপাদক কোশ
(d) ক্রোমাফিন কোশ
উত্তর: B
প্রশ্ন:৭
সারটোলি কোশের কাজ—
(a) টেস্টোস্টেরন হরমােনের সংশ্লেষণ
(b) শুক্রাণু সঞ্চিত রাখে
(c) শুক্রাণুকে পুষ্টি জোগায়
(d) শুক্রাণুর পরিণতি ঘটায়
উত্তর: C
প্রশ্ন:৮
যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আহরণ করে সেটি হল—
(a) কাউপারের গ্রন্থি
(b) শুক্ৰসঞ্চয়ী সংবর্ত নালি
(c) শুক্রাণু উৎপাদক নালিকা
(d) শুক্রনালি
উত্তর: C
প্রশ্ন:৯
সারটোলি কোশ বলা হয়—
(a) ক্ষরণকারী কোশ
(b) শাসকার্যে অংশগ্রহণকারী কোশ
(c) রেচনে সাহায্যকারী কোশ
(d) পােষক কোশ
উত্তর: D
প্রশ্ন:১০
কোন্ প্রাণীর শুক্রাশয় দুটি শুধু প্রজনন ঋতুতে শুক্রথলিতে নেমে আসে ?
(a) ব্যাং
(b) ক্যাঙারু
(c) ছুঁচো
(d) বাদুড়
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment