দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্তন্যপায়ীর শুক্রথলিতে শুক্রাশয় দুটি নেমে আসার কারণ হল—
(a) শুক্রাণুর উৎপাদন
(b) নিষেক
(c) জনন অঙ্গগুলির ক্রমবিকাশ
(d) আন্তরযন্ত্ৰীয় অঙ্গের ক্রমবিকাশ
উত্তর: A
প্রশ্ন:২
ক্রিপটোক্রিডিজম হল একটি অবস্থা যাতে—
(a) উদরগহ্বরে শুক্রাশয় স্বাভাবিক থাকা অবস্থা
(b) শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসফল হওয়া অবস্থা
(c) ডিম্বাশয় গুবারনাকুলামে থাকা অবস্থা
(d) ডিম্বাশয় নীচে নামতে অসফল অবস্থা
উত্তর: B
প্রশ্ন:৩
টিউনিকা অ্যালবুজিনিয়া কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) যকৃৎ
(b) ফুসফুস
(c) প্লিহা
(d) শুক্রাশয়
উত্তর: D
প্রশ্ন:৪
সারটোলি কোশ পাওয়া যায়—
(a) শুক্রাণু উৎপাদক নালিকায়
(b) প্রজনন কলায়
(c) এপিডিডাইমিসের প্রথমাংশে
(d) এপিডিডাইমিসের শেষাংশে
উত্তর: B
প্রশ্ন:৫
শুক্রাশয়থলিতে শুক্রাশয় নামতে অসফল হলে সেই অবস্থাকে বলে—
(a) ভ্যাসেকটোমি
(b) পুরুষত্বহীনতা
(c) টিউবেকটোমি
(d) ক্রিপটোক্রিডিজম
উত্তর: D
প্রশ্ন:৬
সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোশ হল—
(a) লেডিগ কোশ
(b) সারটোলি কোশ
(c) শুক্রাণু উৎপাদক কোশ
(d) ক্রোমাফিন কোশ
উত্তর: B
প্রশ্ন:৭
সারটোলি কোশের কাজ—
(a) টেস্টোস্টেরন হরমােনের সংশ্লেষণ
(b) শুক্রাণু সঞ্চিত রাখে
(c) শুক্রাণুকে পুষ্টি জোগায়
(d) শুক্রাণুর পরিণতি ঘটায়
উত্তর: C
প্রশ্ন:৮
যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আহরণ করে সেটি হল—
(a) কাউপারের গ্রন্থি
(b) শুক্ৰসঞ্চয়ী সংবর্ত নালি
(c) শুক্রাণু উৎপাদক নালিকা
(d) শুক্রনালি
উত্তর: C
প্রশ্ন:৯
সারটোলি কোশ বলা হয়—
(a) ক্ষরণকারী কোশ
(b) শাসকার্যে অংশগ্রহণকারী কোশ
(c) রেচনে সাহায্যকারী কোশ
(d) পােষক কোশ
উত্তর: D
প্রশ্ন:১০
কোন্ প্রাণীর শুক্রাশয় দুটি শুধু প্রজনন ঋতুতে শুক্রথলিতে নেমে আসে ?
(a) ব্যাং
(b) ক্যাঙারু
(c) ছুঁচো
(d) বাদুড়
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment