নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
স্তন্যপায়ীর শুক্রথলিতে শুক্রাশয় দুটি নেমে আসার কারণ হল—
(a) শুক্রাণুর উৎপাদন
(b) নিষেক
(c) জনন অঙ্গগুলির ক্রমবিকাশ
(d) আন্তরযন্ত্ৰীয় অঙ্গের ক্রমবিকাশ
উত্তর: A
প্রশ্ন:২
ক্রিপটোক্রিডিজম হল একটি অবস্থা যাতে—
(a) উদরগহ্বরে শুক্রাশয় স্বাভাবিক থাকা অবস্থা
(b) শুক্রাশয় শুক্রথলির মধ্যে নামতে অসফল হওয়া অবস্থা
(c) ডিম্বাশয় গুবারনাকুলামে থাকা অবস্থা
(d) ডিম্বাশয় নীচে নামতে অসফল অবস্থা
উত্তর: B
প্রশ্ন:৩
টিউনিকা অ্যালবুজিনিয়া কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) যকৃৎ
(b) ফুসফুস
(c) প্লিহা
(d) শুক্রাশয়
উত্তর: D
প্রশ্ন:৪
সারটোলি কোশ পাওয়া যায়—
(a) শুক্রাণু উৎপাদক নালিকায়
(b) প্রজনন কলায়
(c) এপিডিডাইমিসের প্রথমাংশে
(d) এপিডিডাইমিসের শেষাংশে
উত্তর: B
প্রশ্ন:৫
শুক্রাশয়থলিতে শুক্রাশয় নামতে অসফল হলে সেই অবস্থাকে বলে—
(a) ভ্যাসেকটোমি
(b) পুরুষত্বহীনতা
(c) টিউবেকটোমি
(d) ক্রিপটোক্রিডিজম
উত্তর: D
প্রশ্ন:৬
সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোশ হল—
(a) লেডিগ কোশ
(b) সারটোলি কোশ
(c) শুক্রাণু উৎপাদক কোশ
(d) ক্রোমাফিন কোশ
উত্তর: B
প্রশ্ন:৭
সারটোলি কোশের কাজ—
(a) টেস্টোস্টেরন হরমােনের সংশ্লেষণ
(b) শুক্রাণু সঞ্চিত রাখে
(c) শুক্রাণুকে পুষ্টি জোগায়
(d) শুক্রাণুর পরিণতি ঘটায়
উত্তর: C
প্রশ্ন:৮
যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আহরণ করে সেটি হল—
(a) কাউপারের গ্রন্থি
(b) শুক্ৰসঞ্চয়ী সংবর্ত নালি
(c) শুক্রাণু উৎপাদক নালিকা
(d) শুক্রনালি
উত্তর: C
প্রশ্ন:৯
সারটোলি কোশ বলা হয়—
(a) ক্ষরণকারী কোশ
(b) শাসকার্যে অংশগ্রহণকারী কোশ
(c) রেচনে সাহায্যকারী কোশ
(d) পােষক কোশ
উত্তর: D
প্রশ্ন:১০
কোন্ প্রাণীর শুক্রাশয় দুটি শুধু প্রজনন ঋতুতে শুক্রথলিতে নেমে আসে ?
(a) ব্যাং
(b) ক্যাঙারু
(c) ছুঁচো
(d) বাদুড়
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment