প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
E. coli-তে DNA রেপ্লিকেশনের ধরণটি হল—
(a) অর্ধ সংরক্ষণশীল ও একমুখী
(b) অর্ধ সংরক্ষণশীল ও দ্বিমুখী
(c) সংরক্ষণশীল ও একমুখী
(d) সংরক্ষণশীল ও দ্বিমুখী
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
রিভার্স ট্রান্সক্রিপটেজ হল—
(a) DNA নির্ভর DNA পলিমারেজ
(b) DNA নির্ভর RNA পলিমারেজ
(c) RNA নির্ভর RNA পলিমারেজ
(d) RNA নির্ভর DNA পলিমারেজ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
অ্যান্টিকোডন কোথায় অবস্থান করে ?
(a) m-RNA
(b) t-RNA
(c) r-RNA
(d) mt-RNA
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
DNA রেপ্লিকেশন ঘটে ক্রোমােজোমের কোন দশায় ?
(a) G1 দশা
(b) G2 দশা
(c) S দশা
(d) V1 দশা
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
কোন্টি স্প্লিট জিনের (Splitgene) অন্তর্গত ?
(a) ইনট্ৰন
(b) এক্সন
(c) সিউডােঅ্যালিল
(d) (a) এবং (b) উভয়ই
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
কোন্ সজ্জাটিকে প্রিবনাে বক্স বলে ?
(a) 5` ATATTA 3`
(b) 5` TAATAAT 3`
(c) 5` TAATTA 3`
(d) 5` TATAAT 3`
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
DNA টেমপ্লেট থেকে RNA সাহায্যকারী উৎসেচক হল—
(a) এন্ডােনিউক্লিয়েজ
(b) RNA পলিমারেজ
(c) DNA পলিমারেজ
(d) রিভার্স ট্রান্সক্রিপটেজ
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৮
সমস্ত প্রান্তীয়করণ কোডন শুরু হয়—
(a) অ্যাডিনিন দিয়ে
(b) গুয়ানিন দিয়ে
(c) ইউরাসিল দিয়ে
(d) সাইটোসিন দিয়ে
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
DNA-র ডুপ্লিকেশন বা বহুবিভাজন প্রক্রিয়াটি হল—
(a) রেপ্লিকেশন
(b) ট্রান্সক্রিপশন
(c) ট্রানস্লেশন
(d) ট্রান্সডাকশন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:১০
DNA থেকে সরাসরি সংশ্লেষিত হয় না—
(a) প্রােটিন
(b) m-RNA
(c) t-RNA
(d) r-RNA
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment