বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[Bank P.O. 2008]
7টি টেবিল এবং 12টি চেয়ারের দাম 48250 টাকা। তাহলে 21টি টেবিল 36টি চেয়ারের দাম কত ?
(a) 96500
(b) 125500
(c) 144780
(d) Cannot be determined
(e) None of these
Ans: e
☆প্রশ্ন ২
[Bank P.O. 2008]
প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 50% এবং 54 % থেকে কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম ?
(a) 13
(b) 10
(c) 12
(d) Cannot be determined
(e) None of these
Ans: e
☆প্রশ্ন ৩
[S.S.C. 2007]
যদি কোনও সংখ্যার 60% এর 3/5 ভাগের মান 36 হয়, তবে সংখ্যাটি কী?
(a) 100
(b) 80
(c) 75
(d) 90
Ans: a
☆প্রশ্ন ৪
[S.S.C. 2007]
যদি কোনো প্রকৃত ভগ্নাংশের এবং তার অনোন্যকের পার্থক্য 9/20 হয় ,তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো।
(a) 3/5
(b) 3/10
(c) 4/5
(d) 5/4
Ans: c
☆প্রশ্ন ৫
[Bank P.O. 2008]
যদি কোনো ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 150% বাড়ানো হয় তাহলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তার মান 7/10 । তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো।
(a) 3/4
(b) 7/12
(c) 7/11
(d) 9/11
(e) none of these
Ans: b
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Comments
Post a Comment