গান্ধি আরউইন চুক্তি পটভূমিঃ গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন রকম নির্মম পন্থা অবলম্বন করেছিল । যেমন সত্যাগ্রহীদের উপর গুলিবর্ষন, আন্দোলনের নেতৃবৃন্দ দের গ্রেফতার প্রভৃতি।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবাশ্ম কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনাে প্রস্তরীভূত চিহ্নকে জীবাশ্ম বলে।
প্রশ্ন:২
কাস্ট কী ?
উত্তর: মােল্ডের মধ্যে খনিজ পদার্থ জমে যে প্রস্তরীভূত অবয়ব সৃষ্টি করে তাকে কাস্ট বলে।
প্রশ্ন:৩
পেলিওন্টোলজির জনক কে ?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।
প্রশ্ন:৪
সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৫
একটি লুপ্ত সংযােজকের নাম করাে।
উত্তর: Archaeopteryx lithographica.
প্রশ্ন:৬
কপ্রােলাইট কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবের পরিত্যক্ত মলকে কপ্রােলাইট বলে।
প্রশ্ন:৭
সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৮
আর্কিওপটেরিক্স কোন্ দুটি জীবের সংযােজক প্রাণী ?
উত্তর: সরীসৃপ ও পাখি।
প্রশ্ন:৯
পেলিওন্টোলজির দুটি শাখা কী কী ?
উত্তর: পেলিওবােটানি এবং পেলিওজুলজি।
প্রশ্ন:১০
পেলিওন্টোলজি কী ?
উত্তর: যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলােচনা করে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment