🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবাশ্ম কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনাে প্রস্তরীভূত চিহ্নকে জীবাশ্ম বলে।
প্রশ্ন:২
কাস্ট কী ?
উত্তর: মােল্ডের মধ্যে খনিজ পদার্থ জমে যে প্রস্তরীভূত অবয়ব সৃষ্টি করে তাকে কাস্ট বলে।
প্রশ্ন:৩
পেলিওন্টোলজির জনক কে ?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।
প্রশ্ন:৪
সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৫
একটি লুপ্ত সংযােজকের নাম করাে।
উত্তর: Archaeopteryx lithographica.
প্রশ্ন:৬
কপ্রােলাইট কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবের পরিত্যক্ত মলকে কপ্রােলাইট বলে।
প্রশ্ন:৭
সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৮
আর্কিওপটেরিক্স কোন্ দুটি জীবের সংযােজক প্রাণী ?
উত্তর: সরীসৃপ ও পাখি।
প্রশ্ন:৯
পেলিওন্টোলজির দুটি শাখা কী কী ?
উত্তর: পেলিওবােটানি এবং পেলিওজুলজি।
প্রশ্ন:১০
পেলিওন্টোলজি কী ?
উত্তর: যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলােচনা করে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment