দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবাশ্ম কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনাে প্রস্তরীভূত চিহ্নকে জীবাশ্ম বলে।
প্রশ্ন:২
কাস্ট কী ?
উত্তর: মােল্ডের মধ্যে খনিজ পদার্থ জমে যে প্রস্তরীভূত অবয়ব সৃষ্টি করে তাকে কাস্ট বলে।
প্রশ্ন:৩
পেলিওন্টোলজির জনক কে ?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।
প্রশ্ন:৪
সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৫
একটি লুপ্ত সংযােজকের নাম করাে।
উত্তর: Archaeopteryx lithographica.
প্রশ্ন:৬
কপ্রােলাইট কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবের পরিত্যক্ত মলকে কপ্রােলাইট বলে।
প্রশ্ন:৭
সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৮
আর্কিওপটেরিক্স কোন্ দুটি জীবের সংযােজক প্রাণী ?
উত্তর: সরীসৃপ ও পাখি।
প্রশ্ন:৯
পেলিওন্টোলজির দুটি শাখা কী কী ?
উত্তর: পেলিওবােটানি এবং পেলিওজুলজি।
প্রশ্ন:১০
পেলিওন্টোলজি কী ?
উত্তর: যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলােচনা করে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment