দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
জীবাশ্ম কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনাে প্রস্তরীভূত চিহ্নকে জীবাশ্ম বলে।
প্রশ্ন:২
কাস্ট কী ?
উত্তর: মােল্ডের মধ্যে খনিজ পদার্থ জমে যে প্রস্তরীভূত অবয়ব সৃষ্টি করে তাকে কাস্ট বলে।
প্রশ্ন:৩
পেলিওন্টোলজির জনক কে ?
উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।
প্রশ্ন:৪
সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: ব্যাঙের অগ্রপদ, ঘােড়ার সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার ও মানুষের হাত।
প্রশ্ন:৫
একটি লুপ্ত সংযােজকের নাম করাে।
উত্তর: Archaeopteryx lithographica.
প্রশ্ন:৬
কপ্রােলাইট কী ?
উত্তর: প্রস্তরীভূত জীবের পরিত্যক্ত মলকে কপ্রােলাইট বলে।
প্রশ্ন:৭
সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও।
উত্তর: পাখির ডানা ও পতঙ্গের ডানা।
প্রশ্ন:৮
আর্কিওপটেরিক্স কোন্ দুটি জীবের সংযােজক প্রাণী ?
উত্তর: সরীসৃপ ও পাখি।
প্রশ্ন:৯
পেলিওন্টোলজির দুটি শাখা কী কী ?
উত্তর: পেলিওবােটানি এবং পেলিওজুলজি।
প্রশ্ন:১০
পেলিওন্টোলজি কী ?
উত্তর: যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলােচনা করে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment