ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
স্ট্যানলি লয়েড মিলার ছিলেন—
(a) জুলােজিস্ট
(b) বােটানিস্ট
(c) অ্যাস্ট্রোনােমার
(d) বায়ােকেমিস্ট
উত্তর: D
প্রশ্ন:২
পেলিওবােটানির বীরবল সাহানী ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(a) যােধপুর
(b) কলকাতা
(c) দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল—
(a) হাঁটুর অস্থি
(b) পুরুষের স্তনগ্রন্থি
(c) কর্ণছত্র
(d) নিকটেটেটিং পর্দা
উত্তর: D
প্রশ্ন:৪
কোয়াসারভেট মডেল রচনা করেন—
(a) ওপারিন
(b) ফক্স
(c) ডারউইন
(d) ল্যামার্ক
উত্তর: A
প্রশ্ন:৫
আর্কিওপটেরিক্স কোন্ যুগে আবির্ভূত হয়েছিল ?
(a) ক্রিটেসিয়াস
(b) পারমিয়ান
(c) ট্রায়াসিক
(d) জুরাসিক
উত্তর: C
প্রশ্ন:৬
দ্বি-প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড এবং ট্যাডপােলে ফুলকার উপস্থিতি কিসের উদাহরণ ?
(a) বায়ােজেনেটিক সূত্র
(b) চারগাফের সূত্র
(c) গজেস সূত্র
(d) নিওডারউইনিজম
উত্তর: A
প্রশ্ন:৭
কোথায় ওজোনের উপস্থিতি নেই ?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) মেসােস্ফিয়ার
(c) ট্রপােস্ফিয়ার
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
প্রথম এনজাইম ছিল—
(a) লিপিড
(b) RNA মলিকিউল
(c) অজৈব
(d) প্রােটিনঘটিত
উত্তর: B
প্রশ্ন:৯
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মারসুপিয়ালের অস্তিত্ব প্রমাণ করে—
(a) নতুন বিবর্তন
(b) জিওলজিক্যাল পিরিয়ড
(c) কন্টিনেন্টাল ডিফট
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:১০
একটি নিষ্ক্রিয় দাঁত হল—
(a) ক্যানাইন
(b) মােলার
(c) প্রিমোলার
(d) ইনসাইজর
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment