নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
স্ট্যানলি লয়েড মিলার ছিলেন—
(a) জুলােজিস্ট
(b) বােটানিস্ট
(c) অ্যাস্ট্রোনােমার
(d) বায়ােকেমিস্ট
উত্তর: D
প্রশ্ন:২
পেলিওবােটানির বীরবল সাহানী ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(a) যােধপুর
(b) কলকাতা
(c) দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল—
(a) হাঁটুর অস্থি
(b) পুরুষের স্তনগ্রন্থি
(c) কর্ণছত্র
(d) নিকটেটেটিং পর্দা
উত্তর: D
প্রশ্ন:৪
কোয়াসারভেট মডেল রচনা করেন—
(a) ওপারিন
(b) ফক্স
(c) ডারউইন
(d) ল্যামার্ক
উত্তর: A
প্রশ্ন:৫
আর্কিওপটেরিক্স কোন্ যুগে আবির্ভূত হয়েছিল ?
(a) ক্রিটেসিয়াস
(b) পারমিয়ান
(c) ট্রায়াসিক
(d) জুরাসিক
উত্তর: C
প্রশ্ন:৬
দ্বি-প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড এবং ট্যাডপােলে ফুলকার উপস্থিতি কিসের উদাহরণ ?
(a) বায়ােজেনেটিক সূত্র
(b) চারগাফের সূত্র
(c) গজেস সূত্র
(d) নিওডারউইনিজম
উত্তর: A
প্রশ্ন:৭
কোথায় ওজোনের উপস্থিতি নেই ?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) মেসােস্ফিয়ার
(c) ট্রপােস্ফিয়ার
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
প্রথম এনজাইম ছিল—
(a) লিপিড
(b) RNA মলিকিউল
(c) অজৈব
(d) প্রােটিনঘটিত
উত্তর: B
প্রশ্ন:৯
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মারসুপিয়ালের অস্তিত্ব প্রমাণ করে—
(a) নতুন বিবর্তন
(b) জিওলজিক্যাল পিরিয়ড
(c) কন্টিনেন্টাল ডিফট
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:১০
একটি নিষ্ক্রিয় দাঁত হল—
(a) ক্যানাইন
(b) মােলার
(c) প্রিমোলার
(d) ইনসাইজর
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment