নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ইনভিট্রো নিষেক (IVF) পদ্ধতিতে ডিম্ববাহী নালিতে কীসের স্থানান্তরকরণ ঘটে ?
(a) কেবলমাত্র জাইগােট
(b) 8 টি কোশবিশিষ্ট ভ্রূণ
(c) 32 টি কোশবিশিষ্ট ভ্রূণ
(d) জাইগােট অথবা 8 টি কোশবিশিষ্ট আদিভ্ৰূণ
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোন্ প্রক্রিয়াটি টেস্টটিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
(a) GIFT (গ্যামেট ইন্ট্রাফ্যালােপিয়ান ট্রান্সফার)
(b) ZIFT (জাইগােট ইন্ট্রাফ্যালােপিয়ান ট্রান্সফার)
(c) ICSI (ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন)
(d) IUI (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন)
উত্তর: B
প্রশ্ন:৩
GIFT (গ্যামেট ইন্ট্রাফ্যালােপিয়ান ট্রান্সফার) পদ্ধতি যে সমস্ত স্ত্রীলােকেদের সুপারিশ করা হয়—
(a) যারা ডিম্ব উৎপাদনে অক্ষম
(b) যার জনন নালিপথ এত সংকীর্ণ যার মধ্যে দিয়ে শুক্রাণু প্রবেশ করতে পারে না
(c) যারা নিষেকের উপযােগী পরিবেশ গঠন করতে পারে না
(d) যারা জরায়ুর মধ্যে ভ্ৰূণ ধরে রাখতে পারে না
উত্তর: A
প্রশ্ন:৪
একটা গর্ভনিরােধক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণ প্রতিহত করে—
(a) ডিম্ববাহী নালিকে আবদ্ধ করে
(b) FSH ও LH ক্ষরণে বাধা দান করে
(c) FSH ও LH ক্ষরণ উদ্দীপিত করে
(d) নির্গত ডিম্বাণুর ধ্বংসসাধন করে
উত্তর: B
প্রশ্ন:৫
ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস (IUDs) থেকে কপারের নির্গমন ঘটে কারণ—
(a) শুক্রাণুর আগ্রাসন প্রক্রিয়ার বৃদ্ধির জন্য
(b) শুক্রাণুর স্বতশ্চলতা দমিত করার জন্য
(c) ডিম্ব নিঃসরণ প্রতিহত করার জন্য
(d) জরায়ুকে রােপণের অনুপযােগী করার জন্য
উত্তর: B
প্রশ্ন:৬
যা পরীক্ষা করার জন্য ওয়াইডাল পরীক্ষাটি করা হয়—
(a) HIV/AIDS
(b) টাইফয়েড জ্বর
(c) ম্যালেরিয়া
(d) মধুমেহ
উত্তর: B
প্রশ্ন:৭
ভারতবর্ষে সবচেয়ে গ্রহণযােগ্য গর্ভনিরােধক পদ্ধতি হল—
(a) IUDs (ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস)
(b) ডায়াফ্রাম
(c) টিউবেকটোমি
(d) সারভাইক্যাল ক্যাপ
উত্তর: A
প্রশ্ন:৮
অ্যামনিওসেনটেসিস প্রক্রিয়াটি ব্যবহৃত হয়—
(a) মাতৃকল্প নারীর জরায়ুর মধ্যে ভ্রূণের স্থানান্তরকরণ
(b) বংশগত অস্বাভাবিকতা নির্ণয়ে
(c) গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ণয়ে
(d) কৃত্রিম প্রজননে
উত্তর: B
প্রশ্ন:৯
CDRI লখনউ-এর দ্বারা তৈরি সহেলী হল—
(a) স্ত্রীলােকেদের দ্বারা ব্যবহৃত ডায়াফ্রাম
(b) পুরুষদের দ্বারা ব্যবহৃত ডায়াফ্রাম
(c) স্ত্রীলােকেদের দ্বারা ব্যবহৃত মৌখিক গর্ভনিরােধক বড়ি
(d) পুরুষদের শল্যচিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকরণ
উত্তর: C
প্রশ্ন:১০
একটি জনসংখ্যা বৃদ্ধির লেখচিত্র যা কোনাে জনসংখ্যার নির্দিষ্ট ধারণ ক্ষমতাকে ইঙ্গিত করে তা হল—
(a) M অক্ষরের মতাে
(b) S অক্ষরের মতাে
(c) J অক্ষরের মতাে
(d) L অক্ষরের মতাে
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment