শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ফুলের নিম্নলিখিত কোন্ অংশটি আত্মরক্ষায় সহায়তা করে ?
(a) ডিম্বাশয়
(b) পুংকেশর
(c) ভ্রূণস্থলী
(d) বৃত্যাংশ
উত্তর: D
প্রশ্ন:২
যেসকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায়, তাদেরকে বলে—
(a) মেনােকারপিক
(b) পেরিকারপিক
(c) পলিকারপিক
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
পরাগধানীর সবথেকে ভিতরের স্তর হল ট্যাপেটাম, যার প্রধান কাজ হল—
(a) পুষ্টি
(b) আত্মরক্ষা
(c) যান্ত্রিক কাজ
(d) বিদারণ
উত্তর: A
প্রশ্ন:৪
কোনাে উভয়লিঙ্গ ফুলে গর্ভকেশর, পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করলে তাকে বলে—
(a) প্রােটোগাইনি
(b) প্রােট্যানড্রি
(c) হারকোগাইনি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
ইমাসকুলেসান হল—
(a) গর্ভমুণ্ডের অপসারণ
(b) পরাগধানীর অপসারণ
(c) গর্ভকেশরের অপসারণ
(d) বৃতি ও দলমণ্ডলের অপসারণ
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ ফুলে ট্রান্সলেটর দেখা যায় ?
(a) Hibiscus
(b) Vinca
(c) Leucas
(d) Calotropis ফুল
উত্তর: D
প্রশ্ন:৭
ডিম্বকের বৃন্তকে বলা হয়—
(a) পুষ্পবৃন্তিকা
(b) ডিম্বকনাভি
(c) বৃন্ত
(d) অমরা
উত্তর: B
প্রশ্ন:৮
ডিম্বক হল—
(a) মেগাস্পােরানজিয়াম
(b) মাইক্রোস্পােরানজিয়াম
(c) ভ্রূণ
(d) গ্যামেটোফাইট
উত্তর: A
প্রশ্ন:৯
পরাগরেণু উৎপন্ন হয়—
(a) পরাগধানীতে
(b) গর্ভপত্রে
(c) পরাগনালিতে
(d) স্ত্রীস্তবকে
উত্তর: A
প্রশ্ন:১০
সম্পূর্ণভাবে গঠিত পুংগ্যামেটোফাইটে নিউক্লিয়াসের সংখ্যা হল—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) একটি
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment