প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ফুলের নিম্নলিখিত কোন্ অংশটি আত্মরক্ষায় সহায়তা করে ?
(a) ডিম্বাশয়
(b) পুংকেশর
(c) ভ্রূণস্থলী
(d) বৃত্যাংশ
উত্তর: D
প্রশ্ন:২
যেসকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায়, তাদেরকে বলে—
(a) মেনােকারপিক
(b) পেরিকারপিক
(c) পলিকারপিক
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
পরাগধানীর সবথেকে ভিতরের স্তর হল ট্যাপেটাম, যার প্রধান কাজ হল—
(a) পুষ্টি
(b) আত্মরক্ষা
(c) যান্ত্রিক কাজ
(d) বিদারণ
উত্তর: A
প্রশ্ন:৪
কোনাে উভয়লিঙ্গ ফুলে গর্ভকেশর, পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করলে তাকে বলে—
(a) প্রােটোগাইনি
(b) প্রােট্যানড্রি
(c) হারকোগাইনি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
ইমাসকুলেসান হল—
(a) গর্ভমুণ্ডের অপসারণ
(b) পরাগধানীর অপসারণ
(c) গর্ভকেশরের অপসারণ
(d) বৃতি ও দলমণ্ডলের অপসারণ
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ ফুলে ট্রান্সলেটর দেখা যায় ?
(a) Hibiscus
(b) Vinca
(c) Leucas
(d) Calotropis ফুল
উত্তর: D
প্রশ্ন:৭
ডিম্বকের বৃন্তকে বলা হয়—
(a) পুষ্পবৃন্তিকা
(b) ডিম্বকনাভি
(c) বৃন্ত
(d) অমরা
উত্তর: B
প্রশ্ন:৮
ডিম্বক হল—
(a) মেগাস্পােরানজিয়াম
(b) মাইক্রোস্পােরানজিয়াম
(c) ভ্রূণ
(d) গ্যামেটোফাইট
উত্তর: A
প্রশ্ন:৯
পরাগরেণু উৎপন্ন হয়—
(a) পরাগধানীতে
(b) গর্ভপত্রে
(c) পরাগনালিতে
(d) স্ত্রীস্তবকে
উত্তর: A
প্রশ্ন:১০
সম্পূর্ণভাবে গঠিত পুংগ্যামেটোফাইটে নিউক্লিয়াসের সংখ্যা হল—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) একটি
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment