ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ফুলের নিম্নলিখিত কোন্ অংশটি আত্মরক্ষায় সহায়তা করে ?
(a) ডিম্বাশয়
(b) পুংকেশর
(c) ভ্রূণস্থলী
(d) বৃত্যাংশ
উত্তর: D
প্রশ্ন:২
যেসকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায়, তাদেরকে বলে—
(a) মেনােকারপিক
(b) পেরিকারপিক
(c) পলিকারপিক
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
পরাগধানীর সবথেকে ভিতরের স্তর হল ট্যাপেটাম, যার প্রধান কাজ হল—
(a) পুষ্টি
(b) আত্মরক্ষা
(c) যান্ত্রিক কাজ
(d) বিদারণ
উত্তর: A
প্রশ্ন:৪
কোনাে উভয়লিঙ্গ ফুলে গর্ভকেশর, পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করলে তাকে বলে—
(a) প্রােটোগাইনি
(b) প্রােট্যানড্রি
(c) হারকোগাইনি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
ইমাসকুলেসান হল—
(a) গর্ভমুণ্ডের অপসারণ
(b) পরাগধানীর অপসারণ
(c) গর্ভকেশরের অপসারণ
(d) বৃতি ও দলমণ্ডলের অপসারণ
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ ফুলে ট্রান্সলেটর দেখা যায় ?
(a) Hibiscus
(b) Vinca
(c) Leucas
(d) Calotropis ফুল
উত্তর: D
প্রশ্ন:৭
ডিম্বকের বৃন্তকে বলা হয়—
(a) পুষ্পবৃন্তিকা
(b) ডিম্বকনাভি
(c) বৃন্ত
(d) অমরা
উত্তর: B
প্রশ্ন:৮
ডিম্বক হল—
(a) মেগাস্পােরানজিয়াম
(b) মাইক্রোস্পােরানজিয়াম
(c) ভ্রূণ
(d) গ্যামেটোফাইট
উত্তর: A
প্রশ্ন:৯
পরাগরেণু উৎপন্ন হয়—
(a) পরাগধানীতে
(b) গর্ভপত্রে
(c) পরাগনালিতে
(d) স্ত্রীস্তবকে
উত্তর: A
প্রশ্ন:১০
সম্পূর্ণভাবে গঠিত পুংগ্যামেটোফাইটে নিউক্লিয়াসের সংখ্যা হল—
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) একটি
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment