ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নীচের কোগুলি STD ?
(a) AIDS
(b) গনােরিয়া
(c) সিফিলিস
(d) ডায়ারিয়া
উত্তর: A, B, C
প্রশ্ন:২
স্ত্রীলােকদের বন্ধ্যাত্বের কারণ—
(a) ফ্যালােপিয়ান নালি বন্ধ থাকা
(b) ডিম্বাশয়ে ডিম্বাণু ধারণ না করা
(c) সঠিক পরিমাণ শুক্রাণু প্রবেশ না করা
(d) শুক্রনালি বন্ধ থাকা
উত্তর: A, B
প্রশ্ন:৩
দুটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হল—
(a) ভেসেকটোমি
(b) কনডােম ব্যবহার
(c) টিউবেকটোমি
(d) গর্ভনিরােধক পিল গ্রহণ
উত্তর: A, C
প্রশ্ন:৪
পুরুষদের জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হয়—
(a) কনডােম
(b) IUD
(c) স্পর্মিসাইড ক্রিম
(d) ডায়াফ্রাম
উত্তর: A, C
প্রশ্ন:৫
ব্যাকটেরিয়া আক্রান্ত যৌন রােগ—
(a) AIDS
(b) গনােরিয়া
(c) সিফিলিস
(d) ট্রাইকোমােনিয়েসিস
উত্তর: B, C
প্রশ্ন:৬
সিফিলিসের লক্ষণ হল—
(a) জনন অঙ্গে ঘা
(b) জনন অঙ্গ থেকে পুঁজ নিঃসরণ
(c) মুখের চারপাশে ঘা
(d) রজঃস্রাব না হওয়া
উত্তর: A, C
প্রশ্ন:৭
শিশ্ন দিয়ে পুঁজ নির্গত হওয়া কোন্ কোন্ রােগের লক্ষণ ?
(a) গনােরিয়া
(b) ট্রাইকোমােনিয়েসিস
(c) ক্লামাইডিয়াসিস
(d) জেনিটাল হারপিস
উত্তর: A, C
প্রশ্ন:৮
অ্যামনিওসেনটেসিসের সাহায্যে জানা যায়—
(a) ভ্রূণের লিঙ্গ নির্ধারণ
(b) ভ্রূণের বয়স
(c) ভ্রূণের জিনগত ত্রুটি
(d) ভ্রূণের বৃদ্ধি
উত্তর: A, C
প্রশ্ন:৯
কোনগুলি সহযােগী জননগত প্রযুক্তি ?
(a) ভেসেকটোমি
(b) টিউবেকটোমি
(c) GIFT
(d) ZIFT
উত্তর: C, D
প্রশ্ন:১০
জন্মনিয়ন্ত্রণের জন্য কেবল স্ত্রীলােকেরা ব্যবহার করে—
(a) কনডােম
(b) ডায়াফ্রাম
(c) সারভাইক্যাল ক্যাপ
(d) কপার T
উত্তর: B, C, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment