[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
পুরুষদের উচ্চ প্রােস্টাগ্ল্যান্ডিন এবং কম ফ্ৰুকটোজ কনটেন্ট থাকলে কী হতে পারে ?
উত্তর:
বন্ধ্যাত্ব।
প্রশ্ন:২
AIDS রােগ কীসের মাধ্যমে বিস্তার লাভ করে ?
উত্তর:
রক্ত ও বীর্যের মাধ্যমে।
প্রশ্ন:৩
জেনিটাল হারপিসের প্যাথােজেনটির নাম লেখাে।
উত্তর:
Herpes simplex virus.
প্রশ্ন:৪
গােনাড নিঃসৃত হরমােন ছাড়া এমন একটি হরমােনের নাম করাে যা যৌনগত পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে ?
উত্তর:
থাইমাস নিঃসৃত থাইমােসিন।
প্রশ্ন:৫
মৌখিক গর্ভনিরােধক বড়িতে পাওয়া যায় এমন দুটি হরমােনের নাম লেখাে।
উত্তর:
ইসট্রোজেন এবং প্রােজেস্টেরন।
প্রশ্ন:৬
দুটি ART-এর নাম লেখাে৷
উত্তর:
IVF-ET, GIFT৷
প্রশ্ন:৭
PCR কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর:
পলিমারেজ চেন রিঅ্যাকশন।
প্রশ্ন:৮
MTP এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত ?
উত্তর:
12 সপ্তাহ (First trimester)।
প্রশ্ন:৯
দুটি এমারজেন্সি গর্ভনিরােধকের নাম লেখাে।
উত্তর:
Noval, ipil ইত্যাদি।
প্রশ্ন:১০
ল্যাপারােস্কোপির সাহায্যে চলনশীল শুক্রাণু এবং দুটি অনিষিক্ত ডিম্বাণুকে ফ্যালােপিয়ান নালিতে প্রতিস্থাপন করাকে কী বলে ?
উত্তর:
গ্যামেট ইন্ট্রা ফ্যালােপিয়ান ট্রান্সফার।
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
Comments
Post a Comment