নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ক্যানক্রয়েড হয়—
(a) Human papilloma virus-এর দ্বারা
(b) Haemophilus ducreyi-এর দ্বারা
(c) Nisseria gonorrhoeae-এর দ্বারা
(d) Trepanema pallidum-এর দ্বারা
উত্তর: B
প্রশ্ন:২
জনসংখ্যা সম্বন্ধে প্রবন্ধটি প্রকাশ করেন—
(a) হুগাে দ্য ভিস
(b) ম্যালথাস
(c) ল্যামার্ক
(d) ডারউইন
উত্তর: B
প্রশ্ন:৩
যৌনগতভাবে সঞ্চারিত রােগ জেনিটাল ওয়ার্টস্ হল একটি ভাইরাসঘটিত রােগ যা—
(a) Trepanema pallidum
(b) Chlamydia trachomatis
(c) Human papilloma virus
(d) Trichomonas vaginalis
উত্তর: C
প্রশ্ন:৪
Depo-Provera হল—
(a) গ্লুকোকর্টিকয়েড
(b) প্রােজেস্টেরন ডেরিভেটিভ ইনজেকশন
(c) গ্রোথ হরমােন
(d) ইসট্রোজেন ডেরিভেটিভ ইনজেকশন
উত্তর: B
প্রশ্ন:৫
ভারতবর্ষে বিবাহের সাধারণ বয়স হল—
(a) ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছর
(b) ছেলেদের 15 বছর এবং মেয়েদের 16 বছর
(c) ছেলেদের 25 বছর এবং মেয়েদের 20 বছর
(d) ছেলেদের 18 বছর এবং মেয়েদের 21 বছর
উত্তর: A
প্রশ্ন:৬
একটি গর্ভনিরােধক বড়ি বহন করে—
(a) রাসায়নিক পদার্থ যা ডিম্বাণুর নিষিক্ত হওয়াকে আটকায়
(b) রাসায়নিক পদার্থ যা নিজে থেকে বন্ধ্যাত্বের সৃষ্টি করে
(c) প্রোজেস্টেরন ও ইসট্রোজেন
(d) স্পারমিসিডাল সল্ট
উত্তর: C
প্রশ্ন:৭
সন্তান-সন্ততি বা বংশধর জন্ম দেওয়ার শারীরবৃত্তীয় ক্ষমতাকে বলে—
(a) জন্মহার
(b) বায়ােটিক পােটেনশিয়াল
(c) জনস্ফীতি
(d) জনসংখ্যা বৃদ্ধি
উত্তর: B
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত IUD-টি হল—
(a) কপার T 380 A
(b) কপার T 270 A
(c) কপার T 332 A
(d) কপার T 230 A
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি যৌনসংগতভাবে সঞ্চারিত (STD) রোগ ?
(a) গনােরিয়া
(b) Q ফিভার
(c) সিফিলিস
(d) a এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:১০
HIV আক্রমণ করে—
(a) হেল্পার T-cell-কে
(b) B-cell-কে
(c) অণুচক্রিকাকে
(d) লােহিত রক্তকণিকাকে
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment