ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ক্যানক্রয়েড হয়—
(a) Human papilloma virus-এর দ্বারা
(b) Haemophilus ducreyi-এর দ্বারা
(c) Nisseria gonorrhoeae-এর দ্বারা
(d) Trepanema pallidum-এর দ্বারা
উত্তর: B
প্রশ্ন:২
জনসংখ্যা সম্বন্ধে প্রবন্ধটি প্রকাশ করেন—
(a) হুগাে দ্য ভিস
(b) ম্যালথাস
(c) ল্যামার্ক
(d) ডারউইন
উত্তর: B
প্রশ্ন:৩
যৌনগতভাবে সঞ্চারিত রােগ জেনিটাল ওয়ার্টস্ হল একটি ভাইরাসঘটিত রােগ যা—
(a) Trepanema pallidum
(b) Chlamydia trachomatis
(c) Human papilloma virus
(d) Trichomonas vaginalis
উত্তর: C
প্রশ্ন:৪
Depo-Provera হল—
(a) গ্লুকোকর্টিকয়েড
(b) প্রােজেস্টেরন ডেরিভেটিভ ইনজেকশন
(c) গ্রোথ হরমােন
(d) ইসট্রোজেন ডেরিভেটিভ ইনজেকশন
উত্তর: B
প্রশ্ন:৫
ভারতবর্ষে বিবাহের সাধারণ বয়স হল—
(a) ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছর
(b) ছেলেদের 15 বছর এবং মেয়েদের 16 বছর
(c) ছেলেদের 25 বছর এবং মেয়েদের 20 বছর
(d) ছেলেদের 18 বছর এবং মেয়েদের 21 বছর
উত্তর: A
প্রশ্ন:৬
একটি গর্ভনিরােধক বড়ি বহন করে—
(a) রাসায়নিক পদার্থ যা ডিম্বাণুর নিষিক্ত হওয়াকে আটকায়
(b) রাসায়নিক পদার্থ যা নিজে থেকে বন্ধ্যাত্বের সৃষ্টি করে
(c) প্রোজেস্টেরন ও ইসট্রোজেন
(d) স্পারমিসিডাল সল্ট
উত্তর: C
প্রশ্ন:৭
সন্তান-সন্ততি বা বংশধর জন্ম দেওয়ার শারীরবৃত্তীয় ক্ষমতাকে বলে—
(a) জন্মহার
(b) বায়ােটিক পােটেনশিয়াল
(c) জনস্ফীতি
(d) জনসংখ্যা বৃদ্ধি
উত্তর: B
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত IUD-টি হল—
(a) কপার T 380 A
(b) কপার T 270 A
(c) কপার T 332 A
(d) কপার T 230 A
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি যৌনসংগতভাবে সঞ্চারিত (STD) রোগ ?
(a) গনােরিয়া
(b) Q ফিভার
(c) সিফিলিস
(d) a এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:১০
HIV আক্রমণ করে—
(a) হেল্পার T-cell-কে
(b) B-cell-কে
(c) অণুচক্রিকাকে
(d) লােহিত রক্তকণিকাকে
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment