ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
একটি হিমােফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনােটাইপ কী হবে ?
(a) শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমােফিলিক
(b) সমস্ত সন্তান হিমােফিলিক
(c) 50% পুত্র হিমােফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক
(d) সব পুত্র সন্তান হিমােফিলিক ও সব কন্যা সন্তান স্বাভাবিক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
সমস্ত জিনের হ্যাপ্লয়েড সেট বা গ্যামেটে অন্তর্ভুক্ত হয়, তাকে বলে—
(a) জিনােম
(b) জিনােটাইপ
(c) ফিনােটাইপ
(d) লিংকেজ গ্রুপ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
ক্রসিংওভার কথাটি সর্বপ্রথম চালু করেন—
(a) গােল্ড বার্গ
(b) সুয়েকা
(c) টেমিম ও বাল্টিমাের
(d) মরগ্যান ও ক্যাসল
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
বারংবার স্বনিষেকের ফলে সৃষ্টি হয়—
(a) খাঁটি সংকর
(b) হােমােজাইগােসিটি
(c) হেটোরােজাইগােসিটি
(d) কিছু বৈশিষ্ট্যের হােমােজাইগােসিটি ও অপরগুলির হেটেরােজাইগােসিটি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
TtYy জিনােটাইপযুক্ত জীবের স্বনিষেক ঘটালে TTYY জিনােটাইপযুক্ত জীব সৃষ্টি হবে কোন্ অনুপাতে ?
(a) 4/16
(b) 3/16
(c) 1/16
(d) 9/16
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
সমসংস্থ ক্রোমােজোমে যে স্থানে ক্রসিংওভার ঘটে তা হল—
(a) ক্রোমােমিয়ার
(b) সেন্ট্রোমিয়ার
(c) কায়াজমাটা
(d) ক্রোমােসেন্টার
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
অ্যালিল (Allele) হল—
(a) একটি মিউটন
(b) বিশেষ ধরনের জিন
(c) জিনের একটি রূপ
(d) জিনের একটি খণ্ড
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
একসংকর ক্রসের F2 জনুতে খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে—
(a) 25:25
(b) 50:50
(c) 25:75
(d) 75:25
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি লিঙ্গ সংযােজিত ?
(a) জিভ রােল করা
(b) টাক পড়া
(c) বর্ণান্ধ
(d) PTC টেস্ট করা
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
AABBCc জীব থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে ?
(a) আটটি
(b) দুটি
(c) একটি
(d) চারটি
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment