WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
বীজমুকুল বা সিড বাড বলা হয়—
(a) বীজকে
(b) ভ্রূণকে
(c) সস্যকে
(d) ডিম্বককে
উত্তর: D
প্রশ্ন:২
Gynostegium দেখা যায় কোন্ উদ্ভিদের ফুলে ?
(a) Cucurbita sp.
(b) Solanum sp.
(c) Cassia sp.
(d) Calotropis sp.
উত্তর: D
প্রশ্ন:৩
ভ্রূণস্থলীর কোন্ কোশগুলি হস্টোরিয়া রূপে কাজ করে ?
(a) ডিম্বধারণকারীতন্ত্র
(b) সহকারী কোশ
(c) প্রতিপাদ কোশ
(d) কেন্দ্রীয় কোশ
উত্তর: C
প্রশ্ন:৪
বিস্ফোরণ পদ্ধতিতে বীজের বিস্তার ঘটে কার ফলে ?
(a) মটর
(b) চটপটি
(c) দোপাটি
(d) বরবটি
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত কাদের মধ্যে মাইক্রোস্পােরােজেনেসিস দেখা যায় ?
(a) দ্বিবীজপত্রী উদ্ভিদ
(b) একবীজপত্রী উদ্ভিদ
(c) ব্যক্তবীজী উদ্ভিদ
(d) গুপ্তবীজী উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:৬
‘Chalaza’ অংশটি ফুলের কোন্ অংশে দেখা যায় ?
(a) ডিম্বকে
(b) ফলে
(c) পুষ্পবিন্যাসে
(d) ডিম্বাশয়ে
উত্তর: A
প্রশ্ন:৭
ভ্রূণস্থলী থাকে—
(a) ডিম্বকে
(b) ভ্রূণে
(c) সস্যে
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ ফলের অমরা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ?
(a) Mango
(b) Aegle
(c) Pome granata
(d) Citrus
উত্তর: D
প্রশ্ন:৯
Capsella, Chenopodium এবং Pisum sativum-এর ডিম্বক হল—
(a) অ্যানাট্ৰপাস
(b) অ্যাম্ফিট্ৰপাস
(c) অর্থোট্রপাস
(d) ক্যামপাইলেট্রপাস
উত্তর: D
প্রশ্ন:১০
Scuttellum হল একবীজপত্রী উদ্ভিদের—
(a) ভ্রূণাক্ষ
(b) কোলিওরাইজা
(c) এন্ডােস্পার্ম
(d) বীজপত্র
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment