WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
এপের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—
(a) সােজা হয়ে দাঁড়াতে পারে
(b) সমগ্র দেহ হালকা লােমের আবরণে থাকে
(c) দাঁতের সজ্জারীতি ‘U’ আকৃতির
(d) সিমিয়ান গ্যাপ থাকে
উত্তর: C, D
✸✸✸প্রশ্ন:২
হার্ডি-উইনবার্গ সূত্রে উৎপন্ন অপত্য জনুতে তিনটি জেনােটাইপের আনুপাতিক পরিমাণ দাঁড়ায়—
(a) AA : p^2
(b) Aa : 2pq
(c) aa : q^2
(d) A^2 : pq
উত্তর: A, B, C
✸✸✸প্রশ্ন:৩
মায়ােসিন যুগে আবির্ভাব হয়েছিল—
(a) অস্ট্রালােপিথেকাস
(b) ড্রায়ােপিথেকাস
(c) হােমাে হ্যাবিলিস
(d) রামাপিথেকাস
উত্তর: B, D
✸✸✸প্রশ্ন:৪
ক্রো-ম্যাগনন মানুষের বৈশিষ্ট্যগুলি হল—
(a) ঊর্ধ্ব ও নিম্ন চোয়াল ক্ষুদ্রাকার
(b) গুহাবাসী
(c) ছবি আঁকত ও রং করত
(d) যন্ত্রপাতির ব্যবহারে পারদর্শী
উত্তর: B, C, D
✸✸✸প্রশ্ন:৫
ব্লাস্টোজেনিক ভেরিয়েশনের বৈশিষ্ট্যগুলি হল—
(a) দেহকোশে সীমাবদ্ধ
(b) গ্যামেট তৈরি হওয়ার সময় গ্যামেটের মধ্যে আসে
(c) বংশানুক্রমিক সঞ্চারণ ঘটে
(d) পরিবেশের প্রভাবে জাগ্রত হয়
উত্তর: B, C
✸✸✸প্রশ্ন:৬
বর্তমান মানুষের গঠনগত বৈশিষ্ট্য হল—
(a) দৃঢ় চোয়াল
(b) মেরুদণ্ড মজবুত ও ঋজু
(c) বুদ্ধিমান
(d) ক্যানাইন ও ইনসাইজর ছােটো
উত্তর: B, C
✸✸✸প্রশ্ন:৭
দ্রুতগামী স্তন্যপায়ী হল—
(a) হরিণ
(b) ঘােড়া
(c) ছাগল
(d) মানুষ
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:৮
বিভেদ যে প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়—
(a) পুনঃসংযুক্তি
(b) জিন মিউটেশন
(c) জিন ফ্লো
(d) হার্ডি-উইনবার্গ সূত্র
উত্তর: A, B, C
✸✸✸প্রশ্ন:৯
প্লিস্টোসিন যুগে আবির্ভাব হয়েছিল—
(a) হােমাে হ্যাবিলিস
(b) ক্রো-ম্যাগনন
(c) হােমাে ইরেকটাস
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:১০
অস্ট্রালােপিথেকাসের উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি হল—
(a) মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় 450-600cc
(b) চোখের ওপরে ভ্রূ ছিল খাঁজযুক্ত
(c) ক্যানাইন উপস্থিত
(d) কক্সাল নীচু প্রকৃতির ও নীচের দিকে ঢালু
উত্তর: A, B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জিনতত্ত্ব ও বিবর্তন সেট ১৪[PREV]
জিনতত্ত্ব ও বিবর্তন সেট ১৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment