WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
রামাপিথেকাসের জন্ম হয়েছিল কবে ?
উত্তর: সম্ভবত 15 মিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
এপ-এর মস্তিষ্ক গহ্বরের আয়তন কত ?
উত্তর: 460-600 cc।
প্রশ্ন:৩
পিকিং মানুষের জীবাশ্ম উদ্ধার হয় কোথা থেকে ?
উত্তর: চিন থেকে।
প্রশ্ন:৪
পিকিং মানুষের মস্তিষ্কের আয়তন কত ?
উত্তর: প্রায় 850-1200 cc।
প্রশ্ন:৫
মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Homo sapiens sapiens.
প্রশ্ন:৬
অস্ট্রালােপিথেকাসের একটি প্রজাতির নাম করাে।
উত্তর: Australopithecus africanus.
প্রশ্ন:৭
এপ-এর ছেদক দাঁত কীরকম ?
উত্তর: লম্বাটে এবং বেরিয়ে থাকে।
প্রশ্ন:৮
মানুষ কোন্ গােত্রের প্রাণী ?
উত্তর: হােমিনিডি।
প্রশ্ন:৯
এপ কীভাবে হাঁটে ?
উত্তর: চারটি পা দিয়ে হাঁটে।
প্রশ্ন:১০
'The Descent of Man' কার লেখা ?
উত্তর: চার্লস ডারউইন।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জিনতত্ত্ব ও বিবর্তন সেট ১৬[PREV]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment