WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
বিপুল জনসংখ্যা বৃদ্ধির কারণ হল—
(a) জনসংখ্যার বৈচিত্র্য
(b) জনস্ফীতি
(c) জনঘনত্ব
(d) ওপরের সবকটিই
উত্তর: B
প্রশ্ন:২
ভারতবর্ষের প্রথম টেস্টটিউব বেবিটি 1986 খ্রিস্টাব্দের 6 আগস্ট মুম্বাইতে জন্মায়। ভারতবর্ষের প্রথম টেস্টটিউব বেবির কৃতিত্বটি পায়—
(a) ডা.পি. ভেনুগােপাল
(b) ডা. প্যাট্রিক স্টেপটো এবং ডা. রবার্ট ওডওয়ার্ডস
(c) ডা. ইন্দ্রো হিন্দুজা
(d) ডা. উইলিয়াম হার্ভে
উত্তর: C
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ হরমােনটি যৌনগত পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে ?
(a) সেরোটনিন
(b) থাইমােসিন
(c) সােমাটোস্ট্যাটিন
(d) সিক্রেটিন
উত্তর: B
প্রশ্ন:৪
HIV-এর জন্য যে AIDS হয় তা আবিষ্কারের জন্য Francoise Barre-sinousi and LUC Montaganier কত খ্রিস্টাব্দে নােবল পুরস্কার পান ?
(a) 2008
(b) 2009
(c) 2007
(d) 2006
উত্তর: A
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি যৌনসংগতভাবে সঞ্চারিত রােগ ?
(a) হেপাটাইটিস-B
(b) লেপ্রসি
(c) টিটেনাস
(d) টাইফয়েড
উত্তর: A
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযােগ্য ?
(a) কনডোমের ব্যবহার
(b) টিউবেকটোমি এবং ভাসেকটোমি
(c) মৌখিক গর্ভনিরােধক বড়ি
(d) ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসড
উত্তর: D
প্রশ্ন:৭
1700 AD-তে বিশ্ব জনসংখ্যা ছিল—
(a) 0.13 বিলিয়ন
(b) 0.12 বিলিয়ন
(c) 0.6 বিলিয়ন
(d) 0.15 বিলিয়ন
উত্তর: C
প্রশ্ন:৮
গর্ভনিরােধক বড়ি ব্যবহার করে—
(a) স্ত্রীলােকেরা
(b) পুরুষেরা
(c) উভয়ই
(d) কেউই না
উত্তর: A
প্রশ্ন:৯
জনস্ফীতি ঘটেছে বিগত—
(a) 100 বছরে
(b) 500 বছরে
(c) 300 বছরে
(d) 50 বছরে
উত্তর: A
প্রশ্ন:১০
ভারতবর্ষে কবে প্রথম আদমশুমারি করা হয় ?
(a) 1958
(b) 1870
(c) 1972
(d) 1871-1872
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment