শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোনটিকে মেন্ডেল প্রচ্ছন্ন হিসেবে নির্বাচন করেছেন ?
(a) লম্বা গাছ এবং কাক্ষিক ফুল
(b) বেঁটে গাছ এবং গােলাকার বীজ
(c) হলুদ বর্ণের শুঁটি এবং কুঞ্চিত বীজ
(d) সবুজ বর্ণের শুঁটি এবং বেঁটে গাছ
উত্তর: D
✸✸✸প্রশ্ন:২
হিমােফিলিয়া রােগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হল—
(a) ত্বকের বর্ণ
(b) রাতকানা
(c) মায়ােপিয়া
(d) বর্ণান্ধতা
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
একটি সেক্স লিংকড জনিত রােগ হল—
(a) ফিনাইলকিটোনুরিয়া
(b) অ্যালবিনিজম
(c) সিকল সেল অ্যানিমিয়া
(d) হিমােফিলিয়া
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
2A+XO যে ক্রোমােজোম ঘটিত রােগের সৃষ্টি হয় তা হল—
(a) টার্নার
(b) এডওয়ার্ড
(c) পাটাউ
(d) ক্রাই-ডু-চ্যাট
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের পরীক্ষায় একসংকর ক্রসে F2 জনুতে প্রাপ্ত ফিনােটাইপের অনুপাত হল—
(a) 1:1
(b) 2:1
(c) 1:2:1
(d) 3:1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
স্বাভাবিক পিতা-মাতার একটি অ্যালবিনাে সন্তান থাকলে দ্বিতীয় সন্তানটির অ্যালবিনিক হওয়ার সম্ভাবনা হবে—
(a) 50%
(b) 75%
(c) 25%
(d) 0%
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
ক্রোমােজোম সংখ্যা 21-এর ননডিসজাংশন সৃষ্টি করে—
(a) ক্রাই-ডু-চ্যাট
(b) এডওয়ার্ড
(c) ডাউনের সিন্ড্রোম
(d) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
নীচের কোনটির অভাবে অ্যালজাইমার ডিজিস হয় ?
(a) গ্লুটামিক অ্যাসিড
(b) ডােপামিন
(c) GABA
(d) অ্যাসিটাইলকোলিন
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
একটি একসংকর ক্রসে F2 প্রজন্মে সৃষ্ট ফিনােটাইপ এবং জিনােটাইপের অনুপাত যদি একই হয়, তার কারণ—
(a) লিংকেজ
(b) স্বাধীনবিন্যাস
(c) অসম্পূর্ণ প্রকটতা
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
লিংকড জিনের পৃথকীকরণকে বলে—
(a) ক্রসিংওভার
(b) জেনেটিক মিউটেশন
(c) সেগ্রিগেশন
(d) লিংকেজ
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment