পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
উবল মতবাদ কী ?
উত্তর: সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডরেন অ্যামাইনাে অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একে উবল মতবাদ বলে।
প্রশ্ন:২
একটি নিয়ন্ত্রক জিনের নাম লেখাে।
উত্তর: lac I.
প্রশ্ন:৩
একটি প্রােমােটার জিনের নাম লেখাে।
উত্তর: lac P.
প্রশ্ন:৪
G ও C-তে কটি হাইড্রোজেন বন্ড থাকে ?
উত্তর: তিনটি।
প্রশ্ন:৫
অর্থহীন কোডন কী ?
উত্তর: যে কোডন কোনাে অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে না। যথা–UAA, UAG, UGA।
প্রশ্ন:৬
DNA-ফিঙ্গার প্রিন্টিং-এর আবিষ্কারক কে ?
উত্তর: আলেক.জে.জেফ্রিজ।
প্রশ্ন:৭
সমার্থক কোডন কী ?
উত্তর: যখন একটি বেশি কোডন একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তখন তাদের সমার্থক কোডন বলে। যথা—AAA, AAG।
প্রশ্ন:৮
গমের জিনােমের মান কত ?
উত্তর: 21.
প্রশ্ন:৯
একটি অপারেটর জিন কোনটি ?
উত্তর: lac O.
প্রশ্ন:১০
তিনটি সংগঠক জিনের নাম লেখাে।
উত্তর: lac Z, lac Y, lac A.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment