ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
উবল মতবাদ কী ?
উত্তর: সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডরেন অ্যামাইনাে অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একে উবল মতবাদ বলে।
প্রশ্ন:২
একটি নিয়ন্ত্রক জিনের নাম লেখাে।
উত্তর: lac I.
প্রশ্ন:৩
একটি প্রােমােটার জিনের নাম লেখাে।
উত্তর: lac P.
প্রশ্ন:৪
G ও C-তে কটি হাইড্রোজেন বন্ড থাকে ?
উত্তর: তিনটি।
প্রশ্ন:৫
অর্থহীন কোডন কী ?
উত্তর: যে কোডন কোনাে অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে না। যথা–UAA, UAG, UGA।
প্রশ্ন:৬
DNA-ফিঙ্গার প্রিন্টিং-এর আবিষ্কারক কে ?
উত্তর: আলেক.জে.জেফ্রিজ।
প্রশ্ন:৭
সমার্থক কোডন কী ?
উত্তর: যখন একটি বেশি কোডন একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তখন তাদের সমার্থক কোডন বলে। যথা—AAA, AAG।
প্রশ্ন:৮
গমের জিনােমের মান কত ?
উত্তর: 21.
প্রশ্ন:৯
একটি অপারেটর জিন কোনটি ?
উত্তর: lac O.
প্রশ্ন:১০
তিনটি সংগঠক জিনের নাম লেখাে।
উত্তর: lac Z, lac Y, lac A.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment