ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
উবল মতবাদ কী ?
উত্তর: সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডরেন অ্যামাইনাে অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একে উবল মতবাদ বলে।
প্রশ্ন:২
একটি নিয়ন্ত্রক জিনের নাম লেখাে।
উত্তর: lac I.
প্রশ্ন:৩
একটি প্রােমােটার জিনের নাম লেখাে।
উত্তর: lac P.
প্রশ্ন:৪
G ও C-তে কটি হাইড্রোজেন বন্ড থাকে ?
উত্তর: তিনটি।
প্রশ্ন:৫
অর্থহীন কোডন কী ?
উত্তর: যে কোডন কোনাে অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে না। যথা–UAA, UAG, UGA।
প্রশ্ন:৬
DNA-ফিঙ্গার প্রিন্টিং-এর আবিষ্কারক কে ?
উত্তর: আলেক.জে.জেফ্রিজ।
প্রশ্ন:৭
সমার্থক কোডন কী ?
উত্তর: যখন একটি বেশি কোডন একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তখন তাদের সমার্থক কোডন বলে। যথা—AAA, AAG।
প্রশ্ন:৮
গমের জিনােমের মান কত ?
উত্তর: 21.
প্রশ্ন:৯
একটি অপারেটর জিন কোনটি ?
উত্তর: lac O.
প্রশ্ন:১০
তিনটি সংগঠক জিনের নাম লেখাে।
উত্তর: lac Z, lac Y, lac A.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment