নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
উবল মতবাদ কী ?
উত্তর: সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডরেন অ্যামাইনাে অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একে উবল মতবাদ বলে।
প্রশ্ন:২
একটি নিয়ন্ত্রক জিনের নাম লেখাে।
উত্তর: lac I.
প্রশ্ন:৩
একটি প্রােমােটার জিনের নাম লেখাে।
উত্তর: lac P.
প্রশ্ন:৪
G ও C-তে কটি হাইড্রোজেন বন্ড থাকে ?
উত্তর: তিনটি।
প্রশ্ন:৫
অর্থহীন কোডন কী ?
উত্তর: যে কোডন কোনাে অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে না। যথা–UAA, UAG, UGA।
প্রশ্ন:৬
DNA-ফিঙ্গার প্রিন্টিং-এর আবিষ্কারক কে ?
উত্তর: আলেক.জে.জেফ্রিজ।
প্রশ্ন:৭
সমার্থক কোডন কী ?
উত্তর: যখন একটি বেশি কোডন একটি অ্যামাইনাে অ্যাসিডের সংকেত বহন করে তখন তাদের সমার্থক কোডন বলে। যথা—AAA, AAG।
প্রশ্ন:৮
গমের জিনােমের মান কত ?
উত্তর: 21.
প্রশ্ন:৯
একটি অপারেটর জিন কোনটি ?
উত্তর: lac O.
প্রশ্ন:১০
তিনটি সংগঠক জিনের নাম লেখাে।
উত্তর: lac Z, lac Y, lac A.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment