শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
1:1:1:1 অনুপাত দেখা যায়—
(a) একসংকর টেস্ট ক্রসে
(b) একসংকর ব্যাক ক্রসে
(c) দ্বিসংকর টেস্ট ক্রসে
(d) দ্বিসংকর ব্যাক ক্রসে
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
পুরুষদের ক্ষেত্রে হিমােফিলিয়া রােগ বেশি দেখা যায়, কারণ এটি—
(a) X-ক্রোমােজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য
(b) X-ক্রোমােজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(c) Y-ক্রোমােজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য
(d) Y-ক্রোমােজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৩
কোনটি একসংকর টেস্ট ক্রসের অনুপাত—
(a) 1:2:1
(b) 3:1
(c) 1:1
(d) 1:1:1:1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
একটি হিমােফিলিক পুরুষ একটি বাহক মহিলাকে বিয়ে করলে তাদের কন্যাসন্তানদের মধ্যে কত শতাংশ হিমােফিলিয়া দেখা যাবে ?
(a) 0%
(b) 75%
(c) 50%
(d) 100%
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না—
(a) লাল হলুদ
(b) লাল সবুজ
(c) হলুদ সাদা
(d) লাল নীল
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
লাল ফুল (R) প্রকট এবং সাদা ফুল (r) প্রচ্ছন্ন হলে হেটেরােজাইগাস (Rr) উদ্ভিদের স্বনিষেক ঘটালে 64টি গাছের কতগুলি সাদা ফুলযুক্ত গাছ জন্মাবে ?
(a) 64
(b) 16
(c) 32
(d) 8
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
যে ধর্মের ফলে কোনাে জিন অপর একটি জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে বলে—
(a) প্রকটতা
(b) সহ-প্রকটতা
(c) এপিস্ট্যাটিস
(d) কমপ্লিমেন্টারি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
ডাউন সিন্ড্রোম রােগাক্রান্ত স্ত্রীলােকের বারবডির সংখ্যা—
(a) 2
(b) 3
(c) 1
(d) 0
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
কোনটি দ্বিসংকর টেস্ট ক্রসের অনুপাত ?
(a) 9:3:3:1
(b) 1:2:1
(c) 1:1
(d) 1:1:1:1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটরগাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
(a) 2
(b) 4
(c) 8
(d) 16
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment