দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
DNA-র পুরাে কথা কী ?
উত্তর: ডিঅক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড।
প্রশ্ন:২
DNA-র দুটি খাঁজ কী কী ?
উত্তর: সংকীর্ণ খাঁজ এবং প্রশস্ত খাঁজ।
প্রশ্ন:৩
মানুষের দেহকোশের DNA-র ওজন কত ?
উত্তর: 5.6 pg।
প্রশ্ন:৪
ইনট্রন কী ?
উত্তর: খণ্ডিত জিনের নিষ্ক্রিয় অংশগুলিকে বলে ইনট্রন।
প্রশ্ন:৫
ট্রান্সডাকশন কী ?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ফাজ ভাইরাস বাহকের মাধ্যমে অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত করা হয় তাকে ট্রান্সডাকশন বলে।
প্রশ্ন:৬
জেনেটিক কোড কে আবিষ্কার করেন ?
উত্তর: নিরেনবার্গ।
প্রশ্ন:৭
স্প্লিট জিন কী ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের জিনগুলিকে খণ্ডিত জিন বা স্প্লিট জিন বলে।
প্রশ্ন:৮
নিউক্লিওটাইডের উপাদানগুলি কী কী ?
উত্তর: নাইট্রোজেন বেস, 5-কার্বন সুগার ও ফসফোরিক অ্যাসিড।
প্রশ্ন:৯
দ্বিতন্ত্রী প্যাঁচানাে DNA-র স্পষ্ট ধারণা দেন কারা ?
উত্তর: ওয়াটসন ও ক্রিক।
প্রশ্ন:১০
DNA কী ?
উত্তর: DNA হল জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment