ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
DNA-র পুরাে কথা কী ?
উত্তর: ডিঅক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড।
প্রশ্ন:২
DNA-র দুটি খাঁজ কী কী ?
উত্তর: সংকীর্ণ খাঁজ এবং প্রশস্ত খাঁজ।
প্রশ্ন:৩
মানুষের দেহকোশের DNA-র ওজন কত ?
উত্তর: 5.6 pg।
প্রশ্ন:৪
ইনট্রন কী ?
উত্তর: খণ্ডিত জিনের নিষ্ক্রিয় অংশগুলিকে বলে ইনট্রন।
প্রশ্ন:৫
ট্রান্সডাকশন কী ?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ফাজ ভাইরাস বাহকের মাধ্যমে অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত করা হয় তাকে ট্রান্সডাকশন বলে।
প্রশ্ন:৬
জেনেটিক কোড কে আবিষ্কার করেন ?
উত্তর: নিরেনবার্গ।
প্রশ্ন:৭
স্প্লিট জিন কী ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের জিনগুলিকে খণ্ডিত জিন বা স্প্লিট জিন বলে।
প্রশ্ন:৮
নিউক্লিওটাইডের উপাদানগুলি কী কী ?
উত্তর: নাইট্রোজেন বেস, 5-কার্বন সুগার ও ফসফোরিক অ্যাসিড।
প্রশ্ন:৯
দ্বিতন্ত্রী প্যাঁচানাে DNA-র স্পষ্ট ধারণা দেন কারা ?
উত্তর: ওয়াটসন ও ক্রিক।
প্রশ্ন:১০
DNA কী ?
উত্তর: DNA হল জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment