ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 45, XO।
প্রশ্ন:২
জিন পুল কাকে বলে ?
উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল।
প্রশ্ন:৩
রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ?
উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।
প্রশ্ন:৪
মানুষের উপপর্ব কী ?
উত্তর: ভার্টিব্রাটা।
প্রশ্ন:৫
দ্বৈত মনােসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 2n-1-1।
প্রশ্ন:৬
জলবাসী স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ দাও।
উত্তর: সিল মাছ।
প্রশ্ন:৭
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকের ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: 45।
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের মধ্যে ওড়ার জন্য অভিযােজন ঘটেছে কোন্ প্রাণীর ?
উত্তর: বাদুড়ের।
প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফ্ক্ট মতবাদ কে বর্ণনা করেন ?
উত্তর: সিওয়াল রাইট (Sewall Wright)।
প্রশ্ন:১০
এডওয়ার্ড সিন্ড্রোমে শিশুর কী অবস্থা হয় ?
উত্তর: শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে ও মারা যায়।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment