ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 45, XO।
প্রশ্ন:২
জিন পুল কাকে বলে ?
উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল।
প্রশ্ন:৩
রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ?
উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।
প্রশ্ন:৪
মানুষের উপপর্ব কী ?
উত্তর: ভার্টিব্রাটা।
প্রশ্ন:৫
দ্বৈত মনােসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 2n-1-1।
প্রশ্ন:৬
জলবাসী স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ দাও।
উত্তর: সিল মাছ।
প্রশ্ন:৭
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকের ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: 45।
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের মধ্যে ওড়ার জন্য অভিযােজন ঘটেছে কোন্ প্রাণীর ?
উত্তর: বাদুড়ের।
প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফ্ক্ট মতবাদ কে বর্ণনা করেন ?
উত্তর: সিওয়াল রাইট (Sewall Wright)।
প্রশ্ন:১০
এডওয়ার্ড সিন্ড্রোমে শিশুর কী অবস্থা হয় ?
উত্তর: শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে ও মারা যায়।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment