রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 45, XO।
প্রশ্ন:২
জিন পুল কাকে বলে ?
উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল।
প্রশ্ন:৩
রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ?
উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।
প্রশ্ন:৪
মানুষের উপপর্ব কী ?
উত্তর: ভার্টিব্রাটা।
প্রশ্ন:৫
দ্বৈত মনােসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 2n-1-1।
প্রশ্ন:৬
জলবাসী স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ দাও।
উত্তর: সিল মাছ।
প্রশ্ন:৭
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকের ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: 45।
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের মধ্যে ওড়ার জন্য অভিযােজন ঘটেছে কোন্ প্রাণীর ?
উত্তর: বাদুড়ের।
প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফ্ক্ট মতবাদ কে বর্ণনা করেন ?
উত্তর: সিওয়াল রাইট (Sewall Wright)।
প্রশ্ন:১০
এডওয়ার্ড সিন্ড্রোমে শিশুর কী অবস্থা হয় ?
উত্তর: শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে ও মারা যায়।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment