দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 45, XO।
প্রশ্ন:২
জিন পুল কাকে বলে ?
উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল।
প্রশ্ন:৩
রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ?
উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।
প্রশ্ন:৪
মানুষের উপপর্ব কী ?
উত্তর: ভার্টিব্রাটা।
প্রশ্ন:৫
দ্বৈত মনােসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 2n-1-1।
প্রশ্ন:৬
জলবাসী স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ দাও।
উত্তর: সিল মাছ।
প্রশ্ন:৭
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকের ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: 45।
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের মধ্যে ওড়ার জন্য অভিযােজন ঘটেছে কোন্ প্রাণীর ?
উত্তর: বাদুড়ের।
প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফ্ক্ট মতবাদ কে বর্ণনা করেন ?
উত্তর: সিওয়াল রাইট (Sewall Wright)।
প্রশ্ন:১০
এডওয়ার্ড সিন্ড্রোমে শিশুর কী অবস্থা হয় ?
উত্তর: শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে ও মারা যায়।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment