বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 45, XO।
প্রশ্ন:২
জিন পুল কাকে বলে ?
উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল।
প্রশ্ন:৩
রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ?
উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।
প্রশ্ন:৪
মানুষের উপপর্ব কী ?
উত্তর: ভার্টিব্রাটা।
প্রশ্ন:৫
দ্বৈত মনােসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ?
উত্তর: 2n-1-1।
প্রশ্ন:৬
জলবাসী স্তন্যপায়ী প্রাণীর একটি উদাহরণ দাও।
উত্তর: সিল মাছ।
প্রশ্ন:৭
টার্নার সিন্ড্রোম স্ত্রীলােকের ক্রোমােজোম সংখ্যা কত ?
উত্তর: 45।
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের মধ্যে ওড়ার জন্য অভিযােজন ঘটেছে কোন্ প্রাণীর ?
উত্তর: বাদুড়ের।
প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফ্ক্ট মতবাদ কে বর্ণনা করেন ?
উত্তর: সিওয়াল রাইট (Sewall Wright)।
প্রশ্ন:১০
এডওয়ার্ড সিন্ড্রোমে শিশুর কী অবস্থা হয় ?
উত্তর: শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে ও মারা যায়।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment