প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
উষ্ণ বা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত-এর মধ্যে পার্থক্য
| Sl. No. | উষ্ণ বা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত | নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত |
|---|---|---|
| 1 | উষ্ণ বা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত উষ্ণ সমুদ্রে উৎপন্ন হয়। কখন কখন নাতিশীতোষ্ণ মণ্ডলে ঢুকে পড়ে। | নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত সমুদ্রে বা স্থলভাগে উৎপন্ন হয়। কখন ক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করে না। |
| 2 | কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র-বিদ্যুৎসহ ভারী রকমের বৃষ্টিপাত হয়। | নিম্বো-স্ট্র্যাটাস ও অটো-স্ট্র্যাটাস মেঘের সৃষ্টি হয় এবং কয়েকদিন ধরে অবিরত হালকা বৃষ্টিপাত হয়। |
| 3 | এর সমপ্রেষরেখাগুলি মোটামুটি বৃত্তাকার ও সমানুবর্তী। | এর সমপ্রেষরেখাগুলি মোটামুটি উপবৃত্তাকার ও সমানুবর্তী নয়। |
| 4 | স্বল্প পরিসর স্থানে এর বিস্তার। কেন্দ্র থেকে এর ব্যাস ৪০ কিমি-র মধ্যে থাকে। | বিশাল অঞ্চল জুড়ে এই ঘূর্ণবাত বিরাজ করে। |
| 5 | এর বিধ্বংসী ক্ষমতা ব্যাপক ও প্রবল। | এর বিধ্বংসী ক্ষমতা বিশেষ নেই। |
| 6 | গ্রীষ্মের প্রারম্ভে বা শরতে এর উৎপত্তি ঘটে। | সাধারণভাবে শীতকালে এর উদ্ভব হয়। |
Comments
Post a Comment